সান্দাকফুতে আচমকাই তুষারপাত, আবহাওয়ার ভোল বদলে খুশি পর্যটকরা

Written by SNS March 21, 2024 1:33 pm

অর্ণব সাহা, শিলিগুড়ি, ২০ মার্চ— শীতকাল ফুরিয়ে গিয়েছে৷ একেবারে ভরা বসন্ত৷ আর তার মধ্যেই দার্জিলিংয়ে তুষারপাত৷ সাত সকালে ঘুম ভাঙতেই পর্যটকরা দেখলেন সান্দাকফুর চারদিকে শুধু সাদা বরফের আস্তরণ৷ চারদিকে সাদা বরফের চাদর৷ মহা খুশি পর্যটকরা৷ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘলা৷ রাত থেকেই শুরু হয় বৃষ্টিপাত৷ হাওয়া অফিসও জানিয়েছিল, আগামী কয়েক দিন ধরে বৃষ্টিতে ভিজবে দার্জিলিংয়ের পাহাড়৷ এ ছাড়াও জলপাইগুডি়, আলিপুরদুয়ার-সহ কয়েক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসও ছিল৷ সেই পূর্বাভাস মিলে গেল পুরোপুরি৷ সেই সঙ্গে দার্জিলিঙের সান্দাকফুতে রাত থেকে শুরু হয়েছে তুষারপাত৷ তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে৷ সকালের দিকে দেখা যায়, সমস্ত সান্দাকফুই সাদা বরফের চাদরে মোড়া৷ স্বাভাবিকভাবেই সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা অত্যন্ত খুশি৷ তবে কিছু জায়গায় রাস্তার উপর কয়েক ইঞ্চি বরফ জমে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে৷

এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে৷ শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে৷ তাপমাত্রা কিছুটা কমছে৷ বুধবার দিনভর বৃষ্টি হয়েছে৷ রাতেও বৃষ্টি হতে পারে বলে খবর৷ লাগাতার বৃষ্টির জেরে একলাফে অনেকটাই কমেছে তাপমাত্রা৷
সিকিমের আবহাওয়া দফতরের ডিরেক্টর গোপীনাথ রাহা বলেন, ‘সান্দাকফুতে তুষারপাত এবং বৃষ্টিপাত আরও বেশ কয়েক দিন চলবে৷ বসন্তোৎসব পর্যন্তও হতে পারে তুষারপাত৷’