বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি ও সংলগ্ন এলাকা। সকাল ৯টা ৪ মিনিটে অনুভূত হওয়া এই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৪। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে এই আকস্মিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে, হরিয়ানার ঝজ্জর এলাকায়। ভূকম্পনটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। রাজধানী থেকে কেন্দ্রস্থল খুব বেশি দূরে না হওয়ায়, কম্পনের তীব্রতা কম হলেও তা বেশ স্পষ্টভাবে অনুভূত হয়েছে দিল্লির বহু এলাকায়।
ভোরবেলা এই কম্পনের জেরে অনেক বাসিন্দাই আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অনেকের দাবি, তাঁদের ঘরের ফ্যান, আলমারি ও অন্যান্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল। দিল্লির পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে উত্তর প্রদেশের নয়ডা, শামলি এবং হরিয়ানার গুরুগ্রাম, ও হিসারের মতো এলাকাতেও। গুরুগ্রাম ও নয়ডার বহুতল অফিসে কর্মরতরা জানান, ভূমিকম্পের সময় কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি কেঁপে ওঠে, ফলে তাঁরা নিরাপত্তার কারণে ভবন ছেড়ে বাইরে চলে আসেন।
Advertisement
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও রাজধানীতে ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৪। ভূবিজ্ঞানীরা বলছেন, দিল্লি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-র তথ্য অনুযায়ী, ভারতের প্রায় ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ। সিসমিক জোনিং ম্যাপ অনুযায়ী, দিল্লি পড়ে জোন ৪-এ, যা হাই রিস্ক তালিকায় অন্তর্ভুক্ত। এই অঞ্চলে মাঝারি মাত্রার (৫-৬ রিখটার স্কেল) ভূমিকম্প মাঝেমধ্যেই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement
Advertisement



