তীব্র ভূমিকম্প দিল্লি-সহ উত্তর ভারতে, রিখটার স্কেলে মাত্রা ৬.১

Written by SNS January 11, 2024 4:33 pm

earthquake

দিল্লি, ১১ জানুয়ারি –  তীব্র ভূমিকম্প দিল্লিতে। বৃহস্পতিবার দুপুরে কেঁপে উঠল দিল্লিসহ উত্তর ভারত।  ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। তবে আফগানিস্তানের মূল কম্পন অনুভূত হয়েছে। তার জেরে কেঁপে উঠে উত্তর ভারত সহ বিস্তীর্ন এলাকা। 

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। বৃহস্পতিবার দুপুরে মাঝারি মানের কম্পন অনুভূত হয়  দিল্লি-সহ সংলগ্ন অঞ্চলে। এছাড়া জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়। যদিও এই ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভারতীয় সময় দুপুর ২ টো  ৫০ নাগাদ কম্পন অনুভূত হয় রাজধানী দিল্লিতে। ভূমিকম্পের কেন্দ্রস্থল কাবুল থেকে ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে।  

জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও কম্পন অনুভূত হয়। পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও কেঁপে ওঠে। পাকিস্তানের লাহোর ও সংলগ্ন অঞ্চলে জোরাল কম্পন অনুভূত হয়।  দিল্লিতে ঘরের সিলিং ফ্যান থেকে আসবাবও কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিবাসীর মধ্যে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই।