কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করায় সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাজ্য তথা দেশব্যাপী শোরগোলের সৃষ্টি হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এই ইস্যুতে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করেছেন তিনি। স্ট্যালিন বলেন, ‘এই ধরনের মন্তব্য অসাবধানতাবশত ভুল’ নয়, বরং ভারতের ভাষাগত বৈচিত্র্যকে ব্যাহত করে এমন এক শাসনব্যবস্থার প্রতিফলন।’
স্ট্যালিন বলেছেন, ‘শাহের দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করেছে। এটি আমাদের জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছিল তার সরাসরি অপমান। কিছু মন্তব্য শুধু ভুলই নয়। এটি এমন এক মানসিকতার প্রকাশ যা আমাদের ঐক্যের মধ্যে বৈচিত্র্যকে নষ্ট করে এবং মানুষের পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে।’ তিনি আরও লেখেন, ‘অ-হিন্দি ভাষার উপর এই আক্রমণের মুখে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভাষা এবং জনগণের জন্য একটি ঢাল হিসাবে দাঁড়িয়ে আছেন। উপযুক্ত জবাব ছাড়া তিনি এই আক্রমণকে চলতে দেবেন না’।
Advertisement
প্রসঙ্গত, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় সরব হয়েছেন মমতা। এই ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি এই ঘটনার জন্য দিল্লি পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন এবং তাঁকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।
Advertisement
বাংলাদেশি ভাষায় পারদর্শী কোনও অনুবাদক বা দোভাষী চেয়ে বঙ্গ ভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে চিঠি লেখে দিল্লি পুলিশ। সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লোধি কলোনি থানার তরফে বঙ্গ ভবনের দায়িত্বে থাকা আধিকারিককে পাঠানো চিঠির একটি প্রতিলিপি পোস্ট করেন। সেই চিঠিতে দেখা গিয়েছে, দিল্লি পুলিশের ওই আধিকারিক বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছেন। এর বিরুদ্ধেই তোপ দাগেন মমতা।
দিল্লি পুলিশকে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসাবে বর্ণনা করার জন্য অভিযুক্ত করে মমতা একে কলঙ্কজনক, দেশবিরোধী এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। মমতা লেখেন, ‘দেখুন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ কীভাবে বাংলাকে’ বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করছে! বাংলা, আমাদের মাতৃভাষাকে … এখন একটি বাংলাদেশি ভাষা হিসাবে বর্ণনা করা হয়!!’
ভারতের কমিউনিস্ট পার্টির নেতা মহম্মদ সেলিমও দিল্লি পুলিশকে অশিক্ষিত বলে অভিহিত করেছেন এবং সংবিধানের অষ্টম তফসিল সম্পর্কে তাদের সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত বলা যায়, সম্প্রতি বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করার খবর প্রকাশ্যে আসছে। বিভিন্ন রাজ্যে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের বাংলাদেশি বলে তকমা দিয়ে হয়রান করা হচ্ছে। ওড়িশা, হরিয়ানা, দিল্লিতে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের উপর বাংলা বলার অপরাধে পুলিশের অত্যাচারের অভিযোগ উঠছে। বাঙালি হেনস্থা ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে নতুন করে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ জুলাই থেকে বাংলার ব্লকে ব্লকে এই মিছিল, ধরনা কর্মসূচি শুরু হয়েছে। তারই মাঝে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা বলে উল্লেখ করে ফের বিতর্কের মুখে দিল্লি পুলিশ।
Advertisement



