• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

এবার স্পাইসজেটের উড়ানে যান্ত্রিক ত্রুটি

বৃহস্পতিবার দিল্লি থেকে ওই বিমানটি পাটনার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুক্ষণ পরেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়।

মাঝআকাশে স্পাইসজেটের উড়ানে যান্ত্রিক ত্রুটি ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ওই বিমানটি পাটনার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুক্ষণ পরেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর বিমানটিকে দিল্লি ফিরিয়ে আনেন পাইলট। বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

স্পাইসজেটের ওই বিমানটিতে মোট ২০৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। টেকনিক্যাল সমস্ত দিকগুলোও পরীক্ষা করা হচ্ছে। বিকল্প বিমানের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৯টা ৪১ মিনিট নাগাদ দিল্লি থেকে বিমানটি পাটনার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুক্ষণ পরেই সামান্য কাঁপতেও থাকে উড়ানটি। এর জেরে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি পাইলট উড়ানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

Advertisement

এর আগে সেপ্টেম্বর মাসে গুজরাতের কান্ডলা বিমানবন্দর থেকে ওড়ার পরেই চাকা খুলে পড়ে স্পাইসজেটের বিমানের। পরে অবশ্য সেই ত্রুটি সামলে বিমানটি উড়ে যায়। তার আগে স্পাইসজেটের আরেকটি উড়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। মাঝআকাশে সমস্যা হওয়ায় শ্রীনগরে জরুরি অবতরণ করে সেটি। ২০৫ জন যাত্রী এবং সাত জন বিমানকর্মী ছিলেন উড়ানটিতে।

Advertisement