• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

রথযাত্রায় দক্ষিণ-পূর্ব রেলের পুরীগামী বিশেষ ট্রেন

সামনেই রথযাত্রা। প্রতিবারের মতো জগন্নাথ দর্শনে পুরীতে প্রচুর ভক্তদের সমাগম হতে চলেছে। বিভিন্ন প্রান্ত থেকে এই সময় মানুষ পুরীতে যায়।

সামনেই রথযাত্রা। প্রতিবারের মতো জগন্নাথ দর্শনে পুরীতে প্রচুর ভক্তদের সমাগম হতে চলেছে। বিভিন্ন প্রান্ত থেকে এই সময় মানুষ পুরীতে যায়। এই কথা মাথায় রেখেই দক্ষিণ-পূর্ব রেল রথযাত্রার জন্য বেশ কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। যেমন সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন ২৫ জুন এবং ৩ জুলাই তারিখে সাঁতরাগাছি থেকে বিকাল ৪ টে ৪০ মিনিটে ছাড়বে এবং পরের দিন ৫টা নাগাদ পুরী পৌঁছাবে। ফিরতি পথে, পুরী-সাঁতরাগাছি স্পেশাল ২৮ জুন এবং ৬ জুলাই তারিখে ১২ টা ১৫ মিনিটে পুরী ছেড়ে একই দিনে বিকাল ৩ টে ৩০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। এছাড়াও, রাউরকেলা-পুরী স্পেশাল ২৫ জুন এবং ৪ জুলাই তারিখে রাউরকেলা থেকে রওনা দেবে এবং একই দিনে রাত ১১ টা ১৫ মিনিটে পুরী পৌঁছাবে।

ফিরতি পথে, পুরী-রৌরকেলা স্পেশাল ২৮ জুন এবং ৬ জুলাই তারিখে পুরী থেকে ছেড়ে একই দিনে বিকাল ৩ টে ৫০ নাগাদ রাউরকেলা পৌঁছাবে। আবার ,বাদামপাহাড়-পুরী স্পেশাল ট্রেন ২৫ জুন এবং ৪ জুলাই তারিখে বাদামপাহাড় থেকে ৬ টা নাগাদ ছেড়ে একই দিনে রাত ৯ টা ১৫ নাগাদ পুরীতে পৌঁছাবে। ফিরতি পথে, পুরী-বাদামপাহাড় স্পেশাল ২৭ জুন এবং ৬ জুলাই তারিখে পুরী থেকে রওনা হয়ে পরের দিন বিকাল ৩ টে নাগাদ বাদামপাহাড় পৌঁছাবে। বালেশ্বর-পুরী স্পেশাল ট্রেনও থাকছে। এই ট্রেন বালেশ্বর থেকে ২৬ জুন এবং ৪ জুলাই তারিখে ৬ টা ২৫ মিনিটে ছেড়ে পরের দিন দেড়টা নাগাদ পুরী পৌঁছাবে। ফিরতি পথে, পুরী-বালেশ্বর স্পেশাল ২৮ জুন এবং ৬ জুলাই তারিখে ২ টা নাগাদ পুরী ছেড়ে একই দিনে ৮ টা নাগাদ বালেশ্বরে পৌঁছাবে। এছাড়াও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বারবিল-পুরী স্পেশাল, বীরমিত্রপুর-পুরী স্পেশাল, বাংরিপোসি-পুরী স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে।

News Hub