সোনা পাচারের অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সোমবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি সোনা সহ কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করে। দুবাই থেকে রানিয়া এই বিপুল পরিমাণ সোনা ভারতে নিয়ে আসছিলেন। রানিয়ার বেঙ্গালুরুর বাড়িতেও ডিআরআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। অর্থনৈতিক অপরাধ আদালতে তোলা অভিনেত্রীকে। বিচারক তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। কোথা থেকে সোনা কেনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ধৃত রানিয়া দাবি, তাঁকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে।
সূত্রের খবর, দুবাই থেকে ফিরছিলেন রানিয়া। সেই সময় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুলিশ স্টেশনের এক কনস্টেবল তাঁর সঙ্গে ছিলেন। সোনা লুকানো থাকার কারণেই তল্লাশি এড়িয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছিলেন রানিয়া। তবে ডিআরআই আধিকারিকদের কাছে আগে থেকেই পাচারের খবর ছিল। সেই কারণেই তাঁকে ধরে ফেলেন গোয়েন্দারা। রানিয়া তাঁর পোশাকের পাশাপাশি শরীরেও সোনা লুকিয়ে রেখেছিলেন। অভিযোগ, এর আগেও দুবাই থেকে ফিরে পুলিশ এসকর্ট নিয়ে বিনা বাধায় বিমাবন্দর থেকে বেরিয়ে গিয়েছেন রানিয়া। এই সোনা পাচার চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ‘মাণিক্য’ (২০১৪) সিনেমায় কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করার জন্য পরিচিত রানিয়া রাও। আইপিএস অফিসার কে রামচন্দ্র রাওয়ের সৎ মেয়ে রানিয়া।