• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিশ্ব জুড়ে একসঙ্গে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিমেন্সের 

জার্মান সংস্থা সিমেন্সের মুনাফায় ধস, তার জের এসে পড়ল কর্মীদের উপর। গোটা বিশ্ব জুড়ে একসঙ্গে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে এই জার্মান সংস্থা।এই সংস্থার যেখানে যেখানে যতগুলি শাখা রয়েছে, তার প্রতিটি ক্ষেত্রেই কর্মী ছাঁটাই করা হবে বলে সংস্থাটি   জানিয়েছে।  সংস্থার তরফে জানানো হয়েছে, পরিচালন নীতির ক্ষেত্রে কিছু বদল আনতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

জার্মান সংস্থা সিমেন্সের মুনাফায় ধস, তার জের এসে পড়ল কর্মীদের উপর। গোটা বিশ্ব জুড়ে একসঙ্গে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে এই জার্মান সংস্থা।এই সংস্থার যেখানে যেখানে যতগুলি শাখা রয়েছে, তার প্রতিটি ক্ষেত্রেই কর্মী ছাঁটাই করা হবে বলে সংস্থাটি   জানিয়েছে।  সংস্থার তরফে জানানো হয়েছে, পরিচালন নীতির ক্ষেত্রে কিছু বদল আনতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সংস্থার প্রধান কার্যনির্বাহী রোল্যান্ড বুশ বলেছেন, ফ্যাক্টরি অটোমেশন ব্যবসায় বিশ্বব্যাপী ৫০০০ চাকরি কমাতে পারে। সংস্থার সিইও জানিয়েছেন, সব বিভাগ থেকে নয়, মূলত ফ্যাক্টরি অটোমেশন বিভাগে কর্মী ছাঁটাই করা হবে।  


Advertisement

 
 

Advertisement

Advertisement