চন্দ্রবাবুকে পরামর্শ শিবসেনার

সাধারণ নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ’র আবার ক্ষমতায় ফিরে আসার উল্লেখের প্রেক্ষিতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে অযথা হয়রান না হতে পরামর্শ দিয়েছে শিবসেনা।

Written by SNS New Delhi | May 21, 2019 1:51 pm

চন্দ্রবাবু নাইডু (Photo: IANS)

সাধারণ নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ’র আবার ক্ষমতায় ফিরে আসার উল্লেখের প্রেক্ষিতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে অযথা হয়রান না হতে পরামর্শ দিয়েছে শিবসেনা।

দলের মুখপত্র সামনায় প্রকাশিত সম্পাদকীয়তে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিভিন্ন বিরােধী দলের নেতার সঙ্গে বৈঠক করাকে কটাক্ষ করা হয়েছে। সম্পাদকীয়তে পরামর্শ দেওয়া হয়েছে তিনি যেন অযথা শক্তি ক্ষয় না করেন। কারণ তাঁর এই উদ্যোগ কেবল ২৩ তারিখেই শেষ হয়ে যাবে বলে মন্তব্য করা হয়েছে।

সাধারণ নির্বাচন শেষ হওয়ার পরই রবিবার রাতেই চন্দ্রবাবু কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবং ইউপি চেয়ারপার্সন সােনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেন। এদিন চন্দ্রবাবু লখনউতে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এ মায়াবতার সঙ্গেও দেখা করেন। এছাড়া, চন্দ্রবাবু এনসিপি নেতা শরদ পাওয়ার, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সিপিআই নেতা সুধাকর রেড্ডি এবং লােকতান্ত্রিক পার্টির শারদ যাদবের সঙ্গেও বৈঠক করেন।

সােমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করার কথা চন্দ্রবাবুর। সামনার সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, বিরােধীদের মধ্যে অন্তত পাঁচজন প্রধানমন্ত্রী পদের দাবিদার রয়েছেন। তবে তাঁদের কারও পক্ষেই সিকে ছিড়ছে না এযাত্রায়। কে সরকার গড়বে?

অন্যদিকে বিজেপি একাই ৩০০ টি আসনে জয় পাবে বলে দাবি করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। নরেন্দ্র মােদি যে বিরােধী জোটকে ‘মহাঘোঁট’ আখ্যা দিয়েছেন সেটাই এখন প্রমাণিত হতে চলেছে বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে। তবে নাইডুর সঙ্গে বৈঠক করার পর মায়াবতী দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, সােনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।