• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

দিল্লির আবাসনে আগুন, মৃত ২

দিল্লির একটি আবাসনে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত দুই জনের। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন।

দিল্লির একটি আবাসনে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত দুই জনের। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। রবিবার রাত ১১টা নাগাদ দিলশাদ গার্ডেন এলাকার একটি আবাসনে আচমকা আগুন লেগে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবাসনের নিচের থাকা গাড়ির একটি চার্জিং স্টেশনে প্রথম আগুন লাগে। তারপর সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ফায়ার স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। আবাসনের নিচে একটি চার্জিং স্টেশন ছিল। দমকলকর্মীদের প্রাথমি অনুমান, সেখানে শর্ট সার্কিটের কারণে প্রথম আগুন লাগে। তারপর গোটা আবাসনে তা ছড়িয়ে পড়ে। চার্জিং স্টেশনটির কাছে বেশ কয়েকটি গাড়ি এবং স্কুটার রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়তে সেগুলি সবই পুড়ে যায়।

দমকল আধিকারিক অনুপ সিং জানিয়েছেন, চার্জিং স্টেশন থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় দুই জনকে বাচাঁনো সম্ভব হয়নি।