• facebook
  • twitter
Monday, 11 November, 2024

পুনের পোর্শেকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর মোড়, নমুনা বদল করতে রক্ত দেন কিশোরের মা  

পুনে, ৩০ মে – পুনের পোর্শেকাণ্ডের তদন্তে আবার চাঞ্চল্যকর মোড়। আড়াই কোটির পোর্শে গাড়ির ধাক্কায় দুই তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারের মৃত্যুর জন্য দায়ী কিশোরের রক্তের নমুনা বদল করা হয়েছিল। তদন্তে আরও জানা গেল, ওই কিশোরের মায়ের রক্তের সঙ্গে নমুনা বদল করেছিলেন ডাক্তাররা। চাঞ্চল্যকর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সমাজকে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মদ্যপান করে গাড়ির ধাক্কায় দুজনকে প্রাণে