স্কুলের পিকনিকে মর্মান্তিক পরিণতি, নৌকো ডুবে মৃত্যু ১২ জন পড়ুয়া ও ২ জন শিক্ষকের
ভাদোদরা, ১৮ জানুয়ারি – স্কুলের পিকনিকে মর্মান্তিক পরিণতি, নৌকো ডুবে গিয়ে মৃত্যু হল ১২ জন পড়ুয়ার, মৃত্যু হয়েছে ২ জন শিক্ষকেরও। গুজরাতের ভাদোদরা জেলার হারনি মোতিনাথ লেকে এই ঘটনা ঘটে। কোনও পড়ুয়ারই লাইফ জ্যাকেট গায়ে ছিল না বলে জানা গেছে। পিকনিকের ফাঁকে ছাত্রছাত্রীরা বোটিং করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। খবরটির সত্যতা নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।