কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বিশেষ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস!

Written by SNS July 20, 2023 10:14 am

কলকাতা:- বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । তারই জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বিশেষ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে সঙ্গে থাকবে আদ্রতা জনিত অস্বস্তি। সূত্রের খবর, হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী বৃহস্পতিবার কলকাতার সর্বানিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে ঘোরাফেরা করবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আসেপাশে থাকবে। কলকাতার আপেক্ষিক আদ্রতা ছিল ৮৬ শতাংশ। তবে প্রবল বৃষ্টি না হওয়ার কারণে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। তার জেরে আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্নাবর্তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তিবাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহের শেষের দিকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অস্বস্তি এখনই কাটছে না।২১শে জুলাইও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও ভারী বৃষ্টি তেমনভাবে হয়নি দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে।