• facebook
  • twitter
Monday, 10 February, 2025

‘সংখ্যাগুরুর দেশ চালাবে’, বিচারপতির বিতর্কিত মন্তব্যে পদক্ষেপ সুপ্রিম কোর্টের

বিচারপতির ওই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়ে মুখ খোলেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকে।

বিচারপতি শেখর কুমার যাদব। ছবি: ইন্টারনেট।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখরকুমার যাদবের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারই শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যে নজরে এসেছে সুপ্রিম কোর্টের। শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ করা হবে।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের একটি সভায় উপস্থিত হয়েছিলেন। সেই সভায় তিনি মন্তব্য করেন, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মর্জি অনুযায়ী দেশ চলবে। কারণ এটা হিন্দুস্তান। পাশাপাশি তিনি মুসলিমদের একাধিক বিষয় নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সভা মঞ্চ থেকে খোলাখুলি মন্তব্যও করেছিলেন। বিচারপতির ওই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়ে মুখ খোলেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকে। সমালোচনায় সরব হন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, এমআইএম-এর আসাদউদ্দিন ওয়েইসি, সিপিএম নেত্রী বৃন্দা কারাট-সহ জোট ‘ইন্ডিয়া’র একাধিক নেতা। এ বিষয়ে সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের নেতারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে অনুরোধ করেন।

এ প্রসঙ্গে বলা যায়, অভিন্ন দেওয়ানি বিধি হল সব ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক এবং অভিন্ন আইন, যা কেন্দ্রে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই চালু করার চেষ্টা করে এসেছে মোদী সরকার। অভিন্ন দেওয়ানি বিধির প্রস্তাবিত খসড়ায় ধর্মনির্বিশেষে পুরুষদের বহুবিবাহ বন্ধ করা এবং একত্রবাস নথিভুক্ত করার কথা বলা হয়েছে। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও সকলের জন্য একই নিয়ম বলবৎ করার কথা রয়েছে এই বিলে। এ ছাড়াও সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের সমান অধিকারের সংস্থান রাখা হবে। বিরোধীরা শুরু থেকেই ওই বিলের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, ওই আইন চালু হলে দেশের বিভিন্ন ধর্মের নিজস্ব আচার আচরণে হস্তক্ষেপ করা হবে।