চৌকিদার হতে ট্যুইটারে বিজেপি নেতাদের ভিড়

লোকসভা ভোটের আগে ট্যুইটার হ্যান্ডেলের নাম বদলে চৌকিদার নরেন্দ্র মোদি হিসেবে পরিচয় দিলেন প্রধানমন্ত্রী। দেখাদেখি একই পথে হাঁটলেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতা ও মন্ত্রীরা।

Written by SNS March 18, 2019 12:11 pm

নরেন্দ্র মোদি (Photo IANSBJP)

দিল্লি, ১৭ মার্চ – লোকসভা ভোটের আগে ট্যুইটার হ্যান্ডেলের নাম বদলে চৌকিদার নরেন্দ্র মোদি হিসেবে পরিচয় দিলেন প্রধানমন্ত্রী। দেখাদেখি একই পথে হাঁটলেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতা ও মন্ত্রীরা।

রবিবার নরেন্দ্র মোদির পদক্ষেপ অনুপ্রাণিত করেছে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, মন্ত্রী পীযুষ গোয়েল, জেপি নাড্ডা, মীনাক্ষী লেখির মতো পন্ম শিবিরের ডাকসাইটে নেতাদের। তাঁরা সকলেই এদিন ট্যুইটার হ্যান্ডেলে পরিচয় দেওয়ার আগে নামের আগে ‘চৌকিদার’ শব্দটি জুরে দিয়েছেন।

শনিবার ট্যুইটে নরেন্দ্র মোদি ঘোষণা করেন ম্যায় ভি চৌকিদার হুঁ। সেই সঙ্গে জানান, আপনাদের চৌকিদার নিজের অবস্থান অনড় এবং দেশসেবায় নিবেদিত প্রাণ। রাফায়েল চুক্তিতে দুর্নীতি এবং প্রতিষ্ঠিত শিল্পপতিদের অবৈধ উপায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধি কটাক্ষ করেছিলেন, চৌকিদার চোর হ্যায়।

বিরোধী নেতার অভিযোগ খণ্ডন করতে এবার কোমড় বেঁধে নেমেছে বিজেপি। ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, দুর্নীতি, অপচ্ছিন্নতা, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যারাই লড়াই করছেন, তাঁরাই চৌকিদার। আজ প্রত্যেক ভারতবাসী নিজেদের সম্পর্কে বলছে, ম্যায় ভি চৌকিদার।