বাপিদার মৃত্যুতে শোকপ্রকাশ রুপম ইসলামের।

Written by SNS June 26, 2023 10:31 am
কলকাতা:- বাংলা গানের জগতে একটা যুগের অবসান ঘটিয়ে চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র শেষ সদস্য বাপিদা ওরফে তাপস দাস। ২৫ জুন, সকলের সমস্ত চেষ্টাকে ব্যার্থ করে চলে গেলেন সবার প্রিয় বাপিদা। থেমে গেল তার পথ চলা। বাপিদার মৃত্যু সংবাদে শোকের ছায়া ভক্ত মহলে। দীর্ঘদিন ধরেই লাং ক্যানসারে ভুগছিলেন তিনি। অবশেষে সব লড়াই শেষ করে না ফেরার দেশে চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র সদস্য বাপিদা। ঘটনায় শোক প্রকাশ করলেন সঙ্গীত শিল্পী রুপম ইসলামও। প্রসঙ্গত, এর আগেও বাপিদার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন রুপম ইসলাম তথা বাংলার রক ব্যান্ড ‘ফসিলস’। রবিবার তাপস দাস ওরফে বাপিদার মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন।  উল্লেখ্য চিকিৎসা চলাকালীনও একাধিকবার বাপিদার সঙ্গে দেখা করেছেন সঙ্গীতশিল্পী রুপম ইসলাম। প্রসঙ্গত বাপিদার চিকিৎসার জন্য এগিয়ে এসেছিল রাজ্য সরকারও। সেকথা ফেসবুক পোস্টের মাধ্যমে এই খবর জানান সঙ্গীত শিল্পী রূপম ইসলাম। কিন্তু তিনি কোনও রাজনৈতিক দলের সাহায্য নেবেন না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন তাপস বাবু। একমাত্র সরকারের তরফে কোনও সাহায্য মিললে তা গ্রহণ করতে আপত্তি থাকবে তাঁর। কারণ পশ্চিমবঙ্গ সরকার কোনও রাজনৈতিক দল নয়। প্রিয় বাপীদার সঙ্গে কথা বলার পর ফেসবুক পোস্টের মাধ্যমে এই কথা জানান শিল্পী রূপম ইসলাম। তাঁর পোস্ট দেখেই এগিয়ে আসে পশ্চিমবঙ্গ সরকার। তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার। মহীনের ঘোড়াগুলির টিমের শেষ সদস্য তিনি। সূত্রের খবর, মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তাপস দাসের শারীরিক অবস্থা গত কয়েকদিনে অবনতির দিকে বলেই জানায়েছিলেন তাঁর স্ত্রী সুতপা দাস। পাশাপাশি আকাশছোঁয়া চিকিৎসার খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। এই অবস্থায় শিল্পীর শারীরিক ও অর্থনৈতিক অবস্থার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন রূপম ইসলাম।