• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাঞ্জাবের ডিআইজির বাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, প্রচুর সোনা ও বিলাসবহুল সামগ্রী

পাঞ্জাব পুলিশের ডিআইজি হরচরণ সিংহ ভুল্লারের চণ্ডীগড়ের বাড়িতে বৃহস্পতিবার হানা দেন সিবিআইয়ের তদন্তকারীরা

পাঞ্জাব পুলিশের ডিআইজি হরচরণ সিংহ ভুল্লারের চণ্ডীগড়ের বাড়িতে বৃহস্পতিবার হানা দেন সিবিআইয়ের তদন্তকারীরা। ওই সার্মালা ফার্মহাউসে তল্লাশি চালাতে গিয়ে, ঘুষের টাকা লোকানোর অভিনব কায়দা দেখে তদন্তকারীরা অবাক হয়ে গিয়েছেন।হরচরণ  সিংহকে ঘুষ নেওয়া এবং আয় বহির্ভূত সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রোপার রেঞ্জের ডিআইজি ভুল্লারের তোলাবাজির এজেন্ট কৃষ্ণকেও গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে হরচরণের মাসিক আয় ছিল ২ লক্ষ ৬৪ হাজার টাকা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে পাঁচ কোটি নগদ টাকা, বেশ কিছু দামি গাড়ি, ঘড়ি, দেড় কেজি সোনা। এছাড়াও প্রচুর অন্যান্য সম্পত্তির মালিকানার খবর পাওয়া গিয়েছে। হরচরণ বিছানার তোশক, সোফার গদির ভিতর টাকা ঢুকিয়ে সেলাই করে রেখেছিলেন। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ওগুলোর ভিতরে টাকা লোকানো রয়েছে। এছাড়াও বাসন রাখার দেরাজ থেকে উদ্ধার করা হয়েছে অনেক সোনার গয়না। বাড়িটি থেকে ১০৮টি বিদেশী মদের বোতলও উদ্ধার হয়েছে যার মধ্যে বেশিরভাব বোতলের দাম ৫০ হাজার টাকার উপরে।

Advertisement

সিবিআই সূত্রের খবর, গত বৃহস্পতিবার হরচরণের তোলাবাজি এজেন্ট কৃষ্ণ মান্ডি গোবিন্দগড়ে আকাশ বাত্রা নামের এক বাতিল জিনিসপত্রের ব্যবসায়ীর কাছ থেকে ৮ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন। সেই সময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে জেরা করা হয় এবং তল্লাশি চালানো হয় হরচরণের বাড়িতে। জানা গিয়েছে তিনি পাঞ্জাব পুলিশের একজন দক্ষ আধিকারিক ছিলেন।

Advertisement

তিনি মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন, সংঘটিত অপরাধ বন্ধ করার ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এইরকম একজন সুদক্ষ অফিসারের ভাবমূর্তির আড়ালে তিনি যে নিজেই অপরাধচক্রের সঙ্গে এতদিন ধরে যুক্ত ছিলেন তা ধারণা করা যায়নি। সিবিআই তাঁর বিরুদ্ধে হুমকি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়েরও অভিযোগও এনেছে। তদন্তকারীরা একটি লাল ডায়েরি উদ্ধার করেছেন, তবে তাতে কাদের নাম রয়েছে তা এখনও জানা যায়নি।

Advertisement