• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৫১০০০ যুবক-যুবতীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি পাওয়া যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিন মোদী।

৫১০০০ যুবক-যুবতীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি পাওয়া যুবক-যুবতীদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দিন তিনি।

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবার দীপাবলি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। এর কারণ হল – ৫০০ বছর পর নিজের স্থান ফিরে পেয়েছেন রামলালা। রাম মন্দির নির্মাণের পর এই প্রথম দীপাবলি পালন হবে। বহু মানুষ এই বিশেষ দিনটির জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। অগণিত মানুষ এজন্য নিজের জীবন সমর্পণও করেছে। আমরা সত্যিই ভাগ্যবান যে এবারের বিশেষ দীপাবলির সাক্ষী হতে পারছি।

Advertisement

চাকরিপ্রাপকদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ এই দিনে ৫১০০০ হাজার নিয়োগপত্র বিতরণ করা হল। ভারতের যুবসমাজকে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বারা শাসিত রাজ্যগুলির যুবদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে।

Advertisement

হরিয়ানা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, নতুন সরকার গঠনের পরই হরিয়ানার প্রচুর ছেলেমেয়ের হাতে চাকরি তুলে দেওয়া হয়েছে। তাঁরা সকলেই খুব খুশি। ঘুষ এবং প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার বিরুদ্ধে আমাদের সরকার। হরিয়ানার যে সমস্ত যুবক নিয়োগপত্র পাচ্ছেন, তাঁদের জন্য শুভেচ্ছা রইল।

এক্সপ্রেসওয়ে, ফাইবার লাইন, স্কুল, কলেজ থেকে সর্বত্রই সমানতালে উন্নয়ন চলছে দেশজুড়ে। তিনি বলেন, এই সমস্ত প্রজেক্টের ফলে শুধুমাত্র যে পরিকাঠামোর উন্নয়ন হবে, তাই-ই নয়, লজিস্টিক খরচ কমবে এবং কাজের সুযোগ তৈরি হবে।

স্কিল ইন্ডিয়া মিশন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যুবকদের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে ট্রেনিং দেওয়া হচ্ছে। দেশের সেরা ৫০০ কোম্পানিতে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের আওতায় পেইড ইন্টার্নশিপ করানো হবে। ইন্টার্নরা মাসে ৫০০০ টাকা করে পাবেন। আমাদের লক্ষ্য পরবর্তী ৫ বছরে ১ লক্ষ যুবদের ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়া।

পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনারও প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মুখে। তাঁর মতে, এটি বিনামূল্যের বিদ্যুৎ বিতরণের চেয়েও বেশি কিছু। তিনি বলেন, গত ৬ মাসে দেড় কোটি নতুন গ্রাহক নাম রেজিস্ট্রেশন করেছেন এই প্রকল্পের আওতায় ৯০০০ ভেন্ডরকে ইনস্টলেশনে সাহায্য করা হয়েছে। ৫ লক্ষ বাড়িতে সোলার প্যানেল বসানো হয়েছে। আমাদের লক্ষ্য, দেশজুড়ে ৮০০ সোলার ভিলেজ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর ফলে কয়েক হাজার চাকরির সৃষ্টি হবে।

Advertisement