পাঞ্জাবের লুধিয়ানায় রবিবার গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু সহ ৬ পুণ্যার্থীর। সিরহিন্দ খালে একটি পিকআপ ভ্যান পড়ে যায়। এখনও নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। প্রশাসনের তরফে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
পাঞ্জাবের মানকওয়াল গ্রামের মোট ২৫ জন পুণ্যার্থী একটি পিকআপ ভ্যানে করে হিমাচল প্রদেশের নয়না দেবীর মন্দিরে পুজো দিয়ে ২৬ জুলাই বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রবিবার রাতে জাগেরা সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, চালক একটি মালবাহী গাড়িকে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি খালের মধ্যে পড়ে যায়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। লুধিয়ানা জেলার এসএসপি জ্যোতি যাদব, ডেপুটি কমিশনার হিমাংশু জৈন, স্থানীয় বিধায়ক মনবিন্দর সিং গিয়াসপুরা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধারকাজ তদারকি করেন। খাল থেকে উদ্ধার করা ৬ জনকে দ্রুত লুধিয়ানা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
মানকওয়াল গ্রামের পঞ্চায়েত প্রধান কেশর সিং বলেন, ‘গ্রামের ২৫ জন মিলে পুণ্যার্থীর দল নয়না দেবীর দর্শনে গিয়েছিলেন। ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন। সোমবার বিকেল পর্যন্ত তল্লাশি চলেছে, তবে তাঁদের কোনও খোঁজ মেলেনি।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে নিখোঁজদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে। মৃতদের পরিচয় জানার কাজ চলছে। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মানকওয়াল গ্রামে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।