জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশ অফিসারের। আহত হয়েছেন আরও এক পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমরনাথ যাত্রার ডিউটি সেরে ফেরার পথে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি ঘটে লসজানের তেঙ্গা এলাকায়। একটি গাড়িতে শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে রওনা দিয়েছিলেন তিন সাব-ইনস্পেক্টর – সচিন বর্মা, শুভম ও মস্তান সিং। আচমকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত তিন জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা সচিন বর্মা ও শুভমকে মৃত ঘোষণা করেন।
মৃতদের মধ্যে সচিন বর্মা ইন্ডিয়া রিজার্ভ পুলিশের ২৩ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তাঁর পোস্টিং ছিল শ্রীনগরের পাঠানচকে। শুভম ছিলেন আইআরপির ২১ নম্বর ব্যাটালিয়নে, কর্মস্থল ছিল পুলওয়ামার অবন্তীপোরা। আহত মস্তান সিং বর্তমানে আইআরপির ২৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। আহত পুলিশকর্মীর চিকিৎসা চলছে, তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।