দাঙ্গার দোষীদের শাস্তি দেওয়া হবে : কেজরিওয়াল

প্রধানমন্ত্রী মােদির সঙ্গে সংসদভবনে বৈঠকের পর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, ‘শহরের উত্তর-পশ্চিমাংশে দাঙ্গা পরিস্থিতি নিয়ে আলােচনা হয়েছে।’

Written by SNS New Delhi | March 4, 2020 3:36 pm

অরবিন্দ কেজরিওয়াল ও নরেন্দ্র মােদি। (File Photo: IANS)

প্রধানমন্ত্রী মােদির সঙ্গে সংসদভবনে বৈঠকের পর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, ‘শহরের উত্তর-পশ্চিমাংশে দাঙ্গা পরিস্থিতি নিয়ে আলােচনা হয়েছে। প্রধানমন্ত্রী মােদিও আশ্বস্ত করেছেন দোষীদের শাস্তি দেওয়া হবে।’

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করার পর কেজরিওয়াল প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, শহরে করােনাভাইরাস সংক্রমণ নিয়ে আলােচনা করার পাশাপাশি, সাম্প্রদায়িক দাঙ্গা নিয়েও আলােচনা হয়। দাঙ্গায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, শহরে দাঙ্গা চালানাের ঘটনায় যেই দোষী হােক না কেন, তাদের শাস্তি দেওয়া হবে। পাশাপাশি করােনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে রুখে দাড়তে হবে। শহরে যাতে দাঙ্গা পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তার জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়ােজন।’

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দাঙ্গা পরিস্থিতি নিয়ে আলােচনা করেছিলেন। তিনি টুইট করে লিখেছিলেন, ‘দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করেছিলাম। বৈঠক সফল হয়েছে। দিল্লি শহর নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসু আলােচনা হয়েছে। শহরের উন্নয়নে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছি। দাঙ্গা থেকে কোনও রাজনৈতিক দল লাভবান হয়নি, সব দল চায় শহরে দ্রুত শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে।’