মহারাষ্ট্রে এনডিএ-তে ভাঙনের ইঙ্গিত, শিণ্ডের সঙ্গ ছাড়ছেন ২২ বিধায়ক?

প্রতিনিধিত্বমূলক চিত্র

মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ফের উত্তাপ বাড়াল শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরের বিস্ফোরক দাবি। তাঁর অভিযোগ, সম্প্রতি রাজ্যের শাসকজোট এনডিএ-এর ভেতরেই বড়সড় দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। একনাথ শিণ্ডে পন্থী শিবসেনার অন্তত ২২ জন বিধায়ক নাকি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের ঘনিষ্ঠ হয়ে গোপনে দলবদলের প্রস্তুতি নিচ্ছেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী ফড়নবীশ এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

আদিত্য জানান, শাসকদলের ভেতরে এখন দু’টি গোষ্ঠী তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘এই ২২ জন বিধায়কের হাতে প্রচুর টাকার প্রলোভন দেখানো হয়েছে। তাঁরা মুখ্যমন্ত্রীর ইশারায় চলছেন, সুযোগ পেলেই দল ছেড়ে দেবেন।’ নাম না করলেও আদিত্যর মন্তব্যে শিল্পমন্ত্রী উদয় সামন্তের দিকেই স্পষ্ট ইঙ্গিত রয়েছে। রাজনৈতিক মহলের মতে, সামন্ত নিজেকে দলের ‘সহ-অধিনায়ক’ মনে করেন এবং তিনি এবার সরকার গঠনের সময় উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করেছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তাঁর মধ্যে অসন্তোষ বাড়ছিল বলেই ইঙ্গিত করেন আদিত্য।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা এই নতুন নয়। ২০২২ সালে শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডে, উদ্ধব ঠাকরের শিবির ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকার গঠন করেন। পরে নির্বাচন কমিশনও শিণ্ডের শিবিরকেই ‘আসল শিবসেনা’ বলে মান্যতা দেয়। একই বছর এনসিপিতেও ভাঙন আসে। শারদ পাওয়ারের দল ভেঙে অজিত পাওয়ার বিজেপির সঙ্গে জোট বাঁধেন। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসে এই ত্রিপক্ষীয় জোট, মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবীশ।


কিন্তু বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় ফেরা সত্ত্বেও শাসকজোটের ভেতরে অসন্তোষ ক্রমেই বাড়ছিল। আদিত্য ঠাকরের সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনাই ফের জোরালো হল।

যদিও মুখ্যমন্ত্রী ফড়নবীশ এ দিন স্পষ্ট ভাষায় জানান, ‘এইসব মন্তব্য পুরোপুরি অর্থহীন। আগামীকাল কেউ বলতে পারে আদিত্য ঠাকরের ২০ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগে আছেন। এই সমস্ত দাবি ভুয়ো। বিজেপির অন্য দলের বিধায়ক নেওয়ার কোনও প্রয়োজন নেই।’

তবে মহারাষ্ট্রের জটিল রাজনৈতিক সমীকরণে আদিত্য’র এই দাবি নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এখন দেখার বিষয়, প্রকৃতই শাসক এনডিএ–র ভেতরকার এই রহস্যজনক টানাপোড়েন সত্যিই ফাটলে পরিণত হয় কি না।