গ্রাম করােনা মুক্ত করতে পারলে মিলবে ৫০ লক্ষ টাকা 

স্থানীয় প্রশাসন যাতে করােনা রুখতে সক্রিয় হয়, সেকথা মাথায় রেখে অভিনব প্রতিযােগিতার আয়ােজন করেছে মহারাষ্ট্র সরকার। 

Written by SNS Mumbai | June 4, 2021 5:08 pm

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। (File Photo: Twitter/@ShivSena)

করােনা রুখতে অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। স্থানীয় প্রশাসন যাতে করােনা রুখতে সক্রিয় হয়, সেকথা মাথায় রেখে অভিনব প্রতিযােগিতার আয়ােজন করেছে মহারাষ্ট্র সরকার। 

প্রতিযােগিতার নাম করােনামুক্ত গ্রাম। যারা বিজয়ী হবে, সেই গ্রামকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আমার গ্রাম করােনামুক্ত এই কর্মসূচির সূচনা করেছিলেন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এই প্রতিযােগিতা বলে মহারাষ্ট্রের গ্রামােন্নয়নমন্ত্রী হাসান মুশরিফ জানান। 

গােটা রাজ্যকে করােনার থাবা থেকে মুক্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ২২ টি শর্তের ভিত্তিতে বিভিন্ন এলাকার বিজয়ী গ্রামকে বেছে নেয়। প্রত্যেক অঞ্চল থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে বেছে নিয়ে তাদের ৫০ লক্ষ, ২৫ লক্ষ এবং ১৫ লক্ষ করে টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়।