• facebook
  • twitter
Friday, 13 September, 2024

ফল দেখে চোখের জল পড়বে সপা-বসপার : মোদি

উত্তরপ্রদেশের মহাজোটের ভবিষ্যৎ অন্ধকারে বলে আগাম জানিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। নির্বাচনী ফলাফল বেরনাের পর সমাজবাদী পার্টি এক বহুজন সমাজ পাটি একে অপরের কাপড়ে চোখের জল মুছবেন। জোটের আয়ু ২৩ মে পর্যন্ত থাকবে বলেও দাবি করেন মােদি। নির্বাচনে পরাজিত হলেই এই জোট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি (Photo: IANS)

উত্তরপ্রদেশের মহাজোটের ভবিষ্যৎ অন্ধকারে বলে আগাম জানিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। নির্বাচনী ফলাফল বেরনাের পর সমাজবাদী পার্টি এক বহুজন সমাজ পাটি একে অপরের কাপড়ে চোখের জল মুছবেন। জোটের আয়ু ২৩ মে পর্যন্ত থাকবে বলেও দাবি করেন মােদি। নির্বাচনে পরাজিত হলেই এই জোট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

উত্তরপ্রদেশে বাহরিচে নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রী নন্দ্রে মােদি রাজ্যের বিরোধী জেটিকে সুযোগসন্ধানী বলে কটাক্ষ করেন। যাদের মেয়াদ লােকসভা নির্বাচনের ফলাফল ঘােষণার দিন সন্ধ্যা পর্যন্ত থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির আক্রমণ থেকে রেহাই পায়নি কংগ্রেসও। কংগ্রেস যে কোনওভাবেই ক্ষমতায় আসছে না তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে বিরােধী দলনেতার আসনটি পাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে দলের মধ্যে। প্রধানমন্ত্রীর শপথে হাজির থাকার জন্য তাঁরা এখন পােশাক সেলাই করাচ্ছেন’।

উত্তরপ্রদেশের পর বিহারের মুজফফরপুরেও জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। ইতিমধ্যেই চার দফা নির্বাচন হয়ে গেছে। বাকি রয়েছে ৩ দফা নির্বাচন। পরবর্তী ৩ দফা নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যক ভোট পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে বিদ্রোধীদের ভোটের হার কমার সম্ভাবনা প্রবল রয়েছে বলে মােদি দাবি করেন। এদিনের প্রারেও সেই দেশ ভক্তিকেই টেনে আনেন প্রধানমন্ত্রী। দেশে সন্ত্রাসদমনে তাঁর সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। নিজেকে চৌকিদার সম্বােধন করে মােদি বলেন, এই চৌকিদার সর্বদা সতর্ক রয়েছে। সন্ত্রাসের কারবারিরা এই চৌকিদারকে এড়িয়ে কিছুই করতে পারবে না।

পশুখাদ্য কেলেঙ্কারিতে যুক্ত আরজেডি নেতা লালুপ্রসাদের তুলনা টেনে এনে মােদির বক্তব্য, ‘জামিন পাওয়ার জন্য যারা আদালতে চক্কর কাটছে তাঁরা মনে রাখবেন দিল্লিতে কড়া হাতে শাসন করার মতাে সরকার রয়েছে’। তিনি বিহারবাসীকে দেশের উন্নতির জন্য বিজেপি, জেডি(ইউ) এবং এলজেপি জোটকে ভােট দেওয়ার আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।