জামতাড়ায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল

Written by SNS February 29, 2024 7:01 pm

আসানসোল, ২৯ ফেব্রুয়ারি– মর্মান্তিক রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডে৷ অন্তত দু’জনের মৃতু্য হয়েছে বলে জানা যাচ্ছে৷ তবে স্থানীয়রা দাবি করেছেন, দু’জন নয় প্রায় ১২ জনের মৃতদেহ তাঁরা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন৷ পূর্ব রেলের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন৷ সেই সময়ই ঝাঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে৷ জানা যাচ্ছে, জামতাড়া ও কার্মাটাঁডে়র মাঝে এই দুর্ঘটনা ঘটে৷ রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায়৷ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে খবর৷ অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হয়৷

প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছিল, তাতে ঘটনাটি ঘটেছিল রাত প্রায় আটটা নাগাদ৷ ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে আচমকা আগুন লাগার গুজব ছডি়য়েছিল৷ সেই সময়ই ট্রেনটি জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছিল৷ তখন ওই গুজবের মধ্যে হঠাৎ কিছু যাত্রী ট্রেন থেকে রেললাইনে নেমে পডে়ন৷ ঠিক সেই সময়েই উল্টোদিক থেকে আসছিল ঝাঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জার৷ তাতেই দুর্ঘটনা ঘটে৷ যদিও পরে রেলের তরফে জানানো হয়, ২ যাত্রী রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন৷ অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার কোনও ঘটনাই ঘটেনি বলে জানিয়েছে রেল৷

যে শাখায় দুর্ঘটনা ঘটেছে সেই লাইন দিয়ে আপাতত বৃহস্পতিবার সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে৷ বা নির্দিষ্ট কিছু ট্রেন অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রেল মন্ত্রক৷ আগুন আতঙ্ক কেন চলন্ত ট্রেনে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে৷ কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে৷

জামতাড়ার এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে৷ মৃতদের পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী৷