শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন নোট। শনিবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়, শীঘ্রই বাজারে ২০ টাকার নতুন নোট আনা হচ্ছে। মহাত্মা গান্ধী সিরিজের এই নোটে স্বাক্ষর থাকবে আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার। বাজারে নতুন ২০ টাকার নোট নিয়ে এলেও, পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে না। সেই কারণে যাঁদের কাছে পুরনো ২০ টাকার নোট রয়েছে, তাঁদের চিন্তিত হওয়ার কিছু নেই।
আরবিআইয়ের বক্তব্য, নতুন এই ২০ টাকার নোটে বেশ কয়েকটি বিশেষত্ব থাকবে। ফলে সেগুলি আগের নোটের তুলনায় দেখতে একটু অন্যরকম হবে। নতুন নোটে মূল রঙ থাকবে হালকা সবুজাভ হলুদ। পিছনের দিকে থাকবে ঐতিহ্যবাহী ইলোরা গুহার চিত্র। এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গর্বের প্রতীক। নোটের সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি, আরবিআইয়ের সিল, অশোক স্তম্ভ ও সংশ্লিষ্ট নিরাপত্তা চিহ্ন।
Advertisement
আরবিআই জানিয়েছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বদল হলে, নোটে স্বাক্ষরও বদল হয়। গত ডিসেম্বরেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে, কোনও প্রকার গুজবে কান দেবেন না। আগের সব ২০ টাকার নোট নির্ভয়ে ব্যবহার করুন। ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, নতুন নোটের বিষয়ে জনসাধারণকে সচেতন করার দিকে লক্ষ্য রাখতে হবে।’
Advertisement
Advertisement



