দেশের খুচরো মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতেই রেপো রেট অপরিবর্তিত ষষ্ঠবারও

Written by SNS February 8, 2024 3:41 pm

দিল্লি, ৮ ফেব্রুয়ারি– অন্তর্বর্তী বাজেটের হিসেবে দেখলে ২০২৪-এর আর্থিক বছর খুব একটা ভালো শুরু বলা যাবে না ব্যবসায়ী থেকে আম জনতার জন্য৷ কিন্তু এবার যে খবর বলতে চাইছি তা শুনলে আপনিও বলবেন যাক, বছরের শুরুতে কম করে ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির খবর তো মিলল৷ টানা ছবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক৷ অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ৷ বৃহস্পতিবার মনিটারি পলিসির বৈঠক শেষে এই কথা জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস৷
উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট৷ তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি৷ করোনাকাল এবং তার পরবর্তী সময়ে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক৷ এখন উইথড্রয়াল অফ অ্যাকোমোডেশনের পথে হাঁটছে আরবিআই৷ অর্থাৎ কোভিডের সময়ে অর্থনীতিকে সচল রাখতে রিজার্ভ ব্যাঙ্ক যেভাবে বাজারে অর্থের জোগান দিয়েছিল, এবার ধীরে ধীরে সেটা কমিয়ে নেওয়া হবে৷ ঋণের চাপ থেকে মধ্যবিত্ত নাগরিকদের রেহাই দিতে সক্রিয়তা বজায় রাখল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)৷ নতুন অর্থবর্ষের ঠিক আগেই আবারও রেপো রেট অপরিবর্তিত রাখার পথেই হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক ৷
গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সেখানে করছাড়ের উর্ধ্বসীমা বাড়েনি৷ তাই মধ্যবিত্ত ঋণগ্রহীতাদের বিশেষ নজর ছিল রেপো রেটের সিদ্ধান্তের দিকে৷ তাঁদের স্বস্তি দেবে এদিনের সিদ্ধান্ত৷ রেপো রেটে কোনও পরিবর্তন না হওয়ার ফলে গাড়ি-বাড়ি ও অন্যান্য ক্ষেত্রে ইএমআই বাড়বে না বলেই ধরে নেওয়া যায়৷
রেপো রেট অপরিবর্তিত রাখার ‘কারণ’ হিসাবে রিজ়ার্ভ ব্যাঙ্কের একটি সূত্র জানিয়েছে, দেশের খুচরো মুদ্রাস্ফীতিতে আংশিক লাগাম পরানো গিয়েছে৷ কিন্ত্ত সামগ্রিক মুদ্রাস্ফীতির হার লক্ষ্যমাত্রার তুলনায় এখনও বেশি৷
লোকসভা ভোটের আগে বদল হয়নি রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)-ও৷ ‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি)-র দ্বিমাসিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে এদিন জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস৷ তিনি বলেন, ‘খাদ্যপণ্যের দামে ওঠাপড়া মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলেছে৷ তবে গৃহস্থালি সংক্রান্ত ক্রিয়াকলাপে গতিশীলতা অব্যাহত রয়েছে৷’ এদিনের বিবৃতিতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও বলেন, এমন আর্থিক নীতি গ্রহণ করতে হবে যেটা মুদ্রাস্ফীতি কমাতে কার্যকর৷
তবে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট একই রাখার প্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারে৷ দিনের শুরুতে সেনসেক্স সামান্য উপরে থাকলেও শীর্ষ ব্যাঙ্কের ঘোষণার পর নামতে শুরু করেছে সূচক৷ বেলা সওয়া ১১টা নাগাদ প্রায় ৭০০ পয়েন্ট পডে়ছে সেনসেক্স৷ বড় পতনের মুখে নিফটিও৷