• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কৃষকদের দুর্দশা নিয়ে রাহুল গান্ধির বক্তব্য খণ্ডন রাজনাথ সিংয়ের

বৃহস্পতিবার লােকসভায় জিরাে আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি এনডিএ সরকারের কড়া সমালােচন করেন।

রাজনাথ সিং (File Photo: IANS)

বৃহস্পতিবার লােকসভায় জিরাে আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি এনডিএ সরকারের কড়া সমালােচন করেন। তিনি জানান, দেশে কৃষকদের অবস্থা ‘ভয়াবহ’। বিশেষত কেরলের ওয়েনাড় নির্বাচন ক্ষেত্রের কৃষকদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের নিদারুণ অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাহুল গান্ধির বক্তব্য খণ্ডন করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দশকের পর দশক যে দল দেশ শাসন করেছে তারাই কৃষকদের দুর্দশার জন্য দায়ী। দেশে বিজেপি সরকার ক্ষমতা দখলের পূর্বে সর্বাধিক সংখ্যায় কৃষকরা আত্মহত্য করতে বাধ্য হয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন মােদি সরকারের উদ্যোগের ফলেই কৃষকদের আয় পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

Advertisement

Advertisement

Advertisement