রাজীব কুমারের আগাম জামিনের আবেদন জেলা আদালতে বাতিল পদ্ধতিগত ত্রুটির কারণে

 দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার গৃহীত হল প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন।যদিও আবেদন গ্রহণের কিছুক্ষণের মধ্যেই তা পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে বাতিল করে দেন জেলা জর্জ।

Written by SNS Kolkata | May 25, 2019 3:41 pm

রাজীব কুমার (File Photo: IANS)

দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার গৃহীত হল প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন।যদিও আবেদন গ্রহণের কিছুক্ষণের মধ্যেই তা পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে বাতিল করে দেন জেলা জর্জ।ফলে রাজীব কুমারের জামিন সংক্রান্ত বিষয় নিয়ে এখনও নাটকীয়তা জারি রইল বলা যায়।সূত্রের খবর,শুক্রবার বেলা চারটে নাগাদ রাজীব কুমারের তিন আইনজীবী বারাসত নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন।আবেদন জমা করার ১৫ মিনিটের মধ্যেই তা গ্রহণ করা হয়।এদিকে এ ঘটনার খবর কানে পৌঁছাতেই আদালত চত্বরে উপস্থিত হয়ে যান আন্দোলনরত আইনজীবীরা।তাঁরা বিষয়টি নিয়ে জেলা জর্জ কেশ্যাং ডােমা ভূটিয়ার কাছে ক্ষোভ ব্যক্ত করেন।যদিও আবেদন গ্রহণের পর কিছুক্ষণের মধ্যেই তা বাতিল করে দেওয়া হয়।আদালত সূত্রের খবর,রাজীব কুমারের আবেদন পত্রে এফিডেভিট ও কোর্ট ফি সহ বেশ কিছু বিষয়ে অনিয়ম ধরা পড়ে।আর এই যুক্তিতেই আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়।আইনজীবী মিহির দাস জানান,আগাম জামিনের আবেদন করতে হয় সকাল সাড়ে দশটার মধ্যে।অন্যথায় দুপুর একটার মধ্যে জেলা জজ অথবা রেজিস্ট্রারের অনুমতি নিয়ে আবেদন করতে হয়।কিন্তু রাজীব কুমারের আবেদন জমা পড়ে বিকাল চারটের কিছু আগে।সব মিলিয়ে একাধিক পদ্ধতিগত ত্রুটির কারণে এদিন খারিজ হয়ে যায় আবেদনপত্র।অন্য একটি সুত্রের খবর,রাজীব কুমার যদি পুনরায় জামিনের আবেদন করতে চান তাহলে সােমবার সকালে করতে পারবেন।প্রসঙ্গত , বেশ কিছুদিন আগে হাওড়া আদালতে আইনজীবীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতিতে যােগ দেন জেলার আইনজীবীরা।এদিকে,সারদা মামলার তদন্তে  রাজীব কুমারের গ্রেফতারের উপরে যে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট জারি করেছিল তা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে।ফলে তদন্তের স্বার্থে এখন আর তাঁকে গ্রেফতারে কোনও বাধা রইল না সিবিআইয়ের। যদিও এক সপ্তাহের মধ্যে যে কোনও আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন করতে পারবেন রাজীব কুমার বলে জানানাে হয়।কিন্তু আইনজীবীদের এই কর্মবিরতির কারণে আদালতে যে অচলাবস্থা সৃষ্টি হয় তার ফলে আগাম জামিনের আবেদন করতে পারছিলেন না প্রাক্তন নগরপাল।কিন্তু দীর্ঘ টালবাহানার পর শুক্রবার আগাম জামিনের আবেদন পত্র জমা করা গেলেও কিছুক্ষণের মধ্যে তা পদ্ধতিগত ত্রুটির কারণে বাতিল হয়ে যায়।