আল-কায়দার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হল এক তথ্যপ্রযুক্তি কর্মীকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি মহারাষ্ট্রের পুনের। ধৃত যুবকের নাম জুবায়ের হাঙ্গারগেকর। বছর তেত্রিশের জুবায়ের একটি বেসরকারি সফটওয়্যার সংস্থার কর্মী। তিনি বিটেক গ্র্যাজুয়েট, বাড়ি পুণের কন্ধওয়ায়। জুবায়েরের ল্যাপটপে আল কায়েদা সংক্রান্ত লেখা পাওয়া গিয়েছে।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইএপিএ-র সংশ্লিষ্ট ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। আগামী ৪ নভেম্বর পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইউএপিএ আদালত। পুনেতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদার কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে এটিএস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা।
Advertisement
সূত্রের খবর, গত মাস থেকেই এটিএস-এর নজরে ছিলেন পেশায় সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার জুবায়ের। আল-কায়দার মতো পাকিস্তানের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি, এমনটাই দাবি তদন্তকারীদের। এছাড়াও বিভিন্ন রকম দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অবশেষে সোমবার পুনের কন্ধওয়া এলাকা থেকে জুবায়ের হাঙ্গারগেকরকে গ্রেপ্তার করে সন্ত্রাসদমন শাখা।
Advertisement
জুবায়ের হাঙ্গারগেকরের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। অভিযোগ, দেশের নানা প্রান্তে জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন তিনি। এর আগে সোমবারই পাক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে পুনে স্টেশন থেকে চার সন্দেহভাজনকে আটক করে পুলিশ।
Advertisement



