• facebook
  • twitter
Friday, 13 September, 2024

মহারাষ্ট্রে ১১,৭০০ সরকারি কর্মীকে ছাঁটাই

মুম্বাই- কোটায় চাকরি পাওয়া কর্মীদের নিয়ে ঘোর সঙ্কটে পড়ল মহারাষ্ট্র সরকার। সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে, কোটাই চাকরি পাওয়া কর্মীদের ছাঁটাই করতে হবে। সেই নির্দেশ পালন করতে গিয়েই নাজেহাল অবস্থা মহারাষ্ট্র সরকারের। জট কাটাতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এখন বিভিন্ন কর্মী সংগঠনের দ্বারস্থ হয়েছেন। চেষ্টা করছেন, কোনোভাবে বৈঠক করে যাতে একটা সমাধান সূত্র বের হয়। মহারাষ্ট্র

মহারাষ্ট্রে ১১,৭০০ সরকারি কর্মীকে ছাঁটাই

মুম্বাই- কোটায় চাকরি পাওয়া কর্মীদের নিয়ে ঘোর সঙ্কটে পড়ল মহারাষ্ট্র সরকার।

সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে, কোটাই চাকরি পাওয়া কর্মীদের ছাঁটাই করতে হবে। সেই নির্দেশ পালন করতে গিয়েই নাজেহাল অবস্থা মহারাষ্ট্র সরকারের।

জট কাটাতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এখন বিভিন্ন কর্মী সংগঠনের দ্বারস্থ হয়েছেন। চেষ্টা করছেন, কোনোভাবে বৈঠক করে যাতে একটা সমাধান সূত্র বের হয়।

মহারাষ্ট্র সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ভুয়ো শংসাপত্র দেখিয়ে তপশীলি জাতি ও উপজাতি কোটায় চাকরি পাওয়া ১১,৭০০ কর্মীকে অবিলম্বে ছাঁটাই করতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশ আসার পরই বিপাকে পড়েছে মহারাষ্ট্র সরকার। এই অবস্থায় শ্রমিক সংগঠনগুলির বৈঠক ডেকেছে সরকার।

এই তালিকায় এমন কর্মচারীও আছেন যারা দু’দশক ধরে কাজ করছেন। অনেকে করণিকের পদ থেকে ডেপুটি সচিবের পদে প্রমোশনও পেয়ে গেছেন। এই অবস্থায় কীভাবে তাঁদের ছাঁটাই করা সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠেছে।