• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জি ৭ বৈঠকে কানাডায় যাচ্ছেন মোদী

বেশ কিছুদিন আগে জি৭ বৈঠকে যাওয়ার ডাক আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার সেই বৈঠকে যোগ দিতে চলেছেন মোদী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বেশ কিছুদিন আগে জি৭ বৈঠকে যাওয়ার ডাক আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার সেই বৈঠকে যোগ দিতে চলেছেন মোদী। এবার জি৭ বৈঠক আয়োজিত হবে কানাডায়। এই বৈঠকে যেতে আগামী ১৬ জুন কানাডার কানানাস্কিসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। শনিবার বিদেশ মন্ত্রকের তরফে মোদীর বিদেশ সফরের সূচি প্রকাশ করা হয়েছে।

ভারত-পাক সামরিক সংঘাতের পর এটাই মোদীর প্রথম বিদেশ ভ্রমণ। জি৭ বৈঠকে মোদীকে আমন্ত্রণ করা হবে কিনা সেই বিষয়ে চলেছিল বহু জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ জুন মোদীকে ফোন করে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী কার্নে। বিশ্বের সাত উন্নত অর্থনীতির দেশের অক্ষ হল জি৭।

Advertisement

তবে রীতি অনুযায়ী, আয়োজক দেশ জি৭ জোটের বাইরে থাকা কোনও দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়। শনিবার বিদেশমন্ত্রকের তরফে যে সময়সূচি প্রকাশ করা হয় সেখানে রয়েছে, ১৫ জুন ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে যাবেন মোদী। তারপর সোমবার ১৬ জুন কানাডা যাবেন তিনি। ১৮ তারিখ পর্যন্ত কানাডায় থাকবেন তিনি। তারপর ১৯ জুন সরকারি সফরে যাবেন মধ্য এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায়।

Advertisement

Advertisement