• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেশের প্রথম চালকবিহীন মেট্রোর যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

দেশে ২০১৬ সাল থেকে চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছিল। দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে সােমবার থেকে পুরােদমে চালকবিহীন মেট্রো রেল পরিষেবা চালু হয়ে গেল।

দিল্লি মেট্রো (File Photo: iStock)

দেশের প্রথম চালকবিহীন মেট্রো রেলের যাত্রার সূচনা করেন। পাশাপাশি কমন মবিলিটি কার্ডের জাতীয় স্তরে ব্যবহারে শুরু করেন। দেশে ২০১৬ সাল থেকে চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছিল। দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে সােমবার থেকে পুরােদমে চালকবিহীন মেট্রো রেল পরিষেবা চালু হয়ে গেল।

প্রধানমন্ত্রী মােদি দেশের সর্বপ্রথম চালকবিহীন মেট্রো রেলের যাত্রা শুরু করে বলেন, ‘তিন বছর আগে দিল্লি মেট্রো রেলের ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করার সুযােগ পেয়েছিলাম। এদিন ফের ওই রুটে দেশের সর্বপ্রথম চালক বিহীন মেট্রো রেল পরিষেবার সূচনা করতে পারলাম। নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।’ 

Advertisement

তিনি বলেন, দেশে সর্বপ্রথম স্বয়ংক্রিয় মেট্রো চালনার কাজ ২০১৬ সালে শুরু হয়েছিল। দক্ষিণ কোরিয়া থেকে ১৪ টি উচ্চ-প্রযুক্তিসম্পন্ন ট্রেন নিয়ে আসা হয়েছে। ২০১৭ সালে ২০ ডিসেম্বর ট্রায়াল রানের সময় একটি দুর্ঘটনা ঘটেছিল। ট্রেনটি একটি দেওয়ালে ধাক্কা মেরেছিল। পরে তদন্ত করে দেখা গেছিল, যান্ত্রিক কোনও গােলােযােগ নয়, অপারেটরদের ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছিল।

Advertisement

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, ২০১৪ সালে যখন আমাদের সরকার ক্ষমতায় এল, তখন দেশের পাঁচটি শহরে মাত্র মেট্রো রেল পরিষেবা ছিল। এখন দেশের ১৭ টি শহরে মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে। ২০২৫ সালের মধ্যে দেশের ২৫ টি শহরে মেট্রো রেল চলবে। পাশাপাশি, ২০১৪ সালে দেশে মাত্র ২৪৮ কিলােমিটার মেট্রো লাহন ছিল। এখন প্রায় তিনগুণ বেশি প্রায় ৭০০ কিলােমিটার মেট্রো লাইন অপারেশন হচ্ছে। ২০২৫ সালের মধ্যে ১৭০০ কিলােমিটার মেট্রো লাইন তৈরী করা হবে। 

লক্ষণীয় মাত্রায় আগের থেকে দিন প্রতি যাত্রী সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। দিল্লি মেট্রো আধিকারিা জানিয়েছে, ২০২১ সালের জুন মাসের মধ্যে পিঙ্ক লাইনেও স্বয়ংক্রিয় মেট্রো চালান হবে। দিল্লি মেট্রো নেটওয়ার্কের ২৮৫ টা স্টেশনের মধ্যে সাড়ে তিনশ ট্রেন যােগাযােগ রক্ষা করে।

Advertisement