• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উত্তরপ্রদেশে প্রতারণার ফাঁদে খোদ পুলিশ আধিকারিক 

লখনউ, ১২ ফেব্রুয়ারি –  প্রতারকদের প্রতারণার ফাঁদে খোদ পুলিশ অফিসার। খোয়ালেন লক্ষাধিক টাকাও। এও জানা গিয়েছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসারকে বিয়ে করেছিলেন ওই পুলিশ অফিসার। তবে বিয়ের পর জানতে পারেন, তাঁর স্বামী পরিচয় ভাঁড়িয়েছেন। জানা মাত্রই ভুয়ো আইআরএস অফিসারকে বিবাহবিচ্ছেদ দেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি শ্রেষ্ঠা ঠাকুর ‘লেডি সিংহম’ নামে পরিচিত । তাঁর ভয়ে থরহরিকম্প দুষ্কৃতীরাও। 

Advertisement