• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বায়ু দূষণ নিয়ে প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

পুলিশের চোখে মরিচ স্প্রে, মাও নেতা হিদমার সমর্থনে স্লোগান

দিল্লির বায়ুতে দূষণ মাত্রা ভয়াবহ জায়গায় পৌঁছেছে। তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছে দিল্লি সরকার। এখনও মেলেনি কোনও সুরাহার পথ। কয়েকদিন ধরেই দিল্লির পথ বায়ু দূষণের প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। সোমবারও দূষণের প্রতিবাদে পথে নেমেছেন দিল্লিবাসীরা। ইন্ডিয়া গেটের সামনে সোমবার সকালে জড়ো হন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের মধ্যে থেকে উঠে আসে মাওবাদী নেতা মাধবী হিদমার নামে স্লোগান। কারও হাতে ‘হিদমা দীর্ঘজীবী হও’ পোস্টার। ফলে এদিনের বিক্ষোভ এক অন্য মাত্রা নেয়। পুলিশকর্মীদের চোখে মরিচ স্প্রেও ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তাকর্মীদের উপর হামলার অভিযোগে এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দিল্লিতে বায়ুদূষণের প্রতিবাদে দু’দিন ধরে বিক্ষোভ চলছে ইন্ডিয়া গেট চত্বরে। বায়ুদূষণ কমানোর জন্য সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করার জন্য দাবি তোলা হয় সেখানে। কোনও রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার ছাড়াই জড়ো হন সাধারণ মানুষ। পুলিশ বিক্ষোভ সরাতে এলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিক্ষোভকারীদের। হাতাহাতিও হয়। মরিচ স্প্রে ছেটানো হয়। তাতে বেশ  কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। এরপর বিক্ষোভকারীদের ধরা হয়।

Advertisement

বিক্ষোভকারীরা বার বার অ্যাম্বুল্যান্স বা জরুরি পরিষেবার পথ আটকাচ্ছিলেন বলে সূত্রের খবর। বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে পুলিশের উপরই তাঁরা চড়াও হন বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, তারা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেছে। বিক্ষোভকারীরা পথ ছাড়তে চায়নি। পুলিশি ব্যারিকেড ভেঙে রাস্তার মাঝেই বিক্ষোভকারীরা বসে পড়েন বলে অভিযোগ। তাঁদের সরাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময়ই কয়েক জন বিক্ষোভকারী পুলিশকর্মীদের উপর মরিচ স্প্রে করেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

 

Advertisement