খেলাই যেখানে আকর্ষণের কেন্দ্র

Written by Sunita Das January 3, 2024 4:46 pm

বর্তমানে গেমস বিশেষত মোবাইলে গেম খেলার নেশায় মত্ত ছোট-বড় অনেকেই৷ ‘পোকেমন গো’ অ্যান্ড্রয়েড গেমসটিকে ঘিরেও সেই একই রকম উন্মাদনা গোটা বিশ্বজুডে়৷ মোবাইল কিংবা কম্পিউটারে গেম খেলা অন্য বিষয় কিন্তু সেই গেমকে কেন্দ্র করে পর্যটন শিল্প তৈরি আরেক বিষয়৷ ভাবা যায়! জনপ্রিয় এই রিয়েলিটি গেমসটিকে ব্যবহার করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যটক আকৃষ্ট করার অভিনব এক পন্থা বেছে নিয়েছে জাপান৷

এই গেমসের সাথে আরও ফিচার যুক্ত করে ফুকুশিমাসহ দেশটির দক্ষিণাঞ্চলীয় চারটি এলাকায় পর্যটক ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে দেশটি৷ এজন্য কর্মকর্তারা গেমস ডেভেলপারদের সাথে কাজ করে ওই

এলাকাগুলোতে বিরল পোকেমন চরিত্রও সৃষ্টি করিয়েছেন৷ মিয়াগি শহরের গভর্নর ইয়োশিহিরো মুরাই বলছেন, আশা করা যায় পোকেমন গো নিয়ে চলমান হিডি়ক দুর্যোগ-কবলিত এলাকার বাস্তবতা অনুধাবন করতে তরুণ প্রজন্মকে সাহায্য করবে৷

উল্লেখ্য, সোমবার ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান৷ এর আগে ২০১১ সালের ভূমিকম্প এবং সুনামি জাপানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার থেকে বের হতে জাপানকে বেশ হ্যাপা সামলাতে হয়েছিল৷ এরপরও বহুবার শক্তিশালী ভূমিকম্পের ফলে অনেক এলাকায় পর্যটকদের আগ্রহে ব্যাপক ভাটা পডে়ছে৷