• facebook
  • twitter
Friday, 5 December, 2025

করােনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সহযােগিতার ফোন প্রধানমন্ত্রীর 

শুক্রবার উত্তর পূর্ব ভারতে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রীকে সহযােগিতা করার ফোন করলেন প্রধানমন্ত্রী।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Photo: IANS)

শুক্রবার উত্তর পূর্ব ভারতে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রীকে সহযােগিতা করার ফোন করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী ফোন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। 

রাজ্যের সর্বশেষ করােনা পরিস্থিতি জেনে সর্বদা সহযােগিতার বার্তা দেন প্রধানমন্ত্রী বলে টুইট করে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। 

Advertisement

এদিন ত্রিপুরার আগরতলার হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ৩০০ বেড বিশিষ্ট এই হাসপাতালে ২০০ টি বেডে ইতিমধ্যেই করোনা রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। 

Advertisement

জেলার চিকিৎসা কেন্দ্রগুলি বিকেন্দ্রীকরণ ঘটানাে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগরতলার অটল বিহারি বাজপেয়ী ক্যান্সার হাসপাতালে পৃথকভাবে ১০০ বেড করা হচ্ছে করােনা আক্রান্তদের চিকিৎসার জন্য। এজন্য সংশ্লিষ্ট হাসপাতালের ক্যান্সার রােগীদের অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে দাবি করা হয়েছে।

Advertisement