• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

যোগ্য জবাব পাকিস্তানকে, গোটা দেশের কাছে গর্বের মুহূর্ত: প্রধানমন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ অভিযানের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। অভিযান চলাকালীন রাত জেগে তত্ত্বাবধানও করেছেন তিনি।

ফাইল ছবি

‘অপারেশন সিঁদুর’ অভিযান নিখুঁত লক্ষ্যে হামলা চালিয়েছে। ‘এই অভিযান ছিল দেশের জন্য গর্বের মুহূর্ত’,  বুধবার দুপুরে ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের সামনে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘একটিও ভুল হয়নি। সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে।’ বৈঠকে প্রধানমন্ত্রী আরও জানান, পহেলগাম হামলার যোগ্য জবাব হিসেবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার হামলা সম্পূর্ণভাবে সফল হয়েছে। দ্রুত ও দক্ষতাপূর্ণ অভিযানের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রস্তুতির বিষয়টিও। তিনি বলেন, ‘সেনা এই অভিযান পরিচালনা করেছে চূড়ান্ত নিখুঁতভাবে, সূক্ষ্ম পরিকল্পনা মাফিক।’ প্রসঙ্গত, আগেই ভারতের সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর সফল স্ট্রাইকে গুঁড়িয়ে যায় একের পর এক পাক জঙ্গিঘাঁটি। পহেলগাম হামলার ঠিক দুই সপ্তাহের মাথায় বদলা নিয়েছে ভারত। স্বাভাবিকভাবেই সেনার এই সাফল্যে উচ্ছ্বসিত এবং গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার পরই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই অপারেশন সিঁদুর নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। এর পরেই প্রধানমন্ত্রী যান রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে। বৃহস্পতিবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সর্বদল বৈঠকও ডেকেছে কেন্দ্রীয় সরকার। সকাল ১১টায় হবে ওই বৈঠক।

Advertisement

‘অপারেশন সিঁদুর’ অভিযানের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। অভিযান চলাকালীন রাত জেগে তত্ত্বাবধানও করেছেন তিনি।  পহেলগামে স্ত্রীদের সামনে স্বামীদের হত্যা করেছিল জঙ্গিরা। হিন্দু পরিচয় জিজ্ঞাসা করে একাধিক ব্যক্তিকে গুলি করা হয় বলে দাবি করেছিলেন প্রত্যক্ষদর্শী প্রিয়জনেরা। অনেকে জানিয়েছিলেন, মাথায় সিঁদুর দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। সেই কারণের জন্যই এই নামকরণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

সেনাকে অভিবাদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সমাজ মাধ্যমে ভারতের এই সাফল্যের জন্য সেনাকে অভিনন্দন জানান। বিরোধী দলের নেতারাও ‘জয় হিন্দ’ লিখে পোস্ট করেন। পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা। ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

পাকিস্তানকে  ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো পাকিস্তানের উপর ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পহেলগাম হামলার যোগ্য জবাব দিল ভারতীয় সেনা।

Advertisement