• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ইউরোপ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

মে মাসের মাঝামাঝি সময়ে ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডসে যাওয়ার কথা ছিল তাঁর। সেই সফর বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

ফাইল ছবি

পহেলগামে জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। রাতভর এই অভিযানের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই অভিযান এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে মোদী তাঁর আসন্ন ইউরোপ সফর বাতিল করেছেন। মে মাসের মাঝামাঝি সময়ে ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডসে যাওয়ার কথা ছিল তাঁর। সেই সফর বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে সফর বাতিল করা হয়েছে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এমন স্পর্শকাতর পরিস্থিতিতে দেশের বাইরে থাকতে চান না প্রধানমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, পাকিস্তানের উপরে ভারতের অভিযানের প্রেক্ষিতে এবং উত্তপ্ত আবহের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী মোদী সফর বাতিল করেছেন। প্রধানমন্ত্রীর মনোযোগও এখন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং তাৎক্ষণিক উদ্ভূত পরিস্থিতির দিকেই থাকার সম্ভাবনা। পহেলগামে হামলার আবহেই রাশিয়া সফর বাতিল করেছিলেন মোদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়ের ৮০ বছর পূর্ণ হবে চলতি মাসে। সেই উপলক্ষে আগামী ৯ মে মস্কোয় ‘ভিকট্রি ডে’ সেলিব্রেশনে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সূত্রের খবর, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়া সফর বাতিল করেছেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার ‘ভিক্ট্রি ডে সেলিব্রেশনে’ যোগ দিচ্ছেন না।

Advertisement

এরপরেই জানা যায়, ইউরোপের তিন দেশের সফরও বাতিল করেছেন প্রধানমন্ত্রী। রাশিয়া সফরের পরেই ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা ছিল মোদীর। কিন্তু আপাতত সেই সফরে যাচ্ছেন না তিনি। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা। তারপর বুধবারই জানা যায় বিদেশ সফর বাতিল হয়েছে মোদীর।

Advertisement

Advertisement