• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডিজিপির নির্দেশে সোনম গ্রেপ্তারের ‘ফেক’ ভিডিও, সতর্ক করল পিআইবি

সরকার অভিযোগ করেছে, ওয়াংচুক তার প্ররোচিত ভাষণের মাধ্যমে সহিংসতার আগুন জ্বালিয়েছিলেন, যা ওয়াংচুক প্রত্যাখ্যান করেছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট-চেকিং ইউনিট মঙ্গলবার জানাল যে, লাদাখ ডিজিপি ডা. এসডি সিং-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, সোনম ওয়াংচুককে রক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। তবে পিআইবি স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি একটি ‘ডিপফেক’ এবং এর মধ্যে ডিজিপির এমন কোনও বক্তব্য নেই।

পিআইবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিজিপি লাদাখ এমন কোনও মন্তব্য করেননি। ভিডিওটিতে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’ এছাড়া তারা ডিজিপির আসল বক্তব্যের একটি লিঙ্কও শেয়ার করেছে, যাতে এই ধরনের কোনও দাবি নেই। জনগণকে অনুরোধ জানানো হয়েছে, মিথ্যা ভিডিওতে বিভ্রান্ত না হয়ে, শেয়ার করার আগে সবসময় তথ্য যাচাই করবেন।

Advertisement

প্রসঙ্গত, সোনম ওয়াংচুকের রাষ্ট্রপ্রীতি আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর দুই দিন পর শুক্রবার লাদাখ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই সংঘর্ষে পুলিশের গুলিতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। সরকার অভিযোগ করেছে, ওয়াংচুক তার প্ররোচিত ভাষণের মাধ্যমে সহিংসতার আগুন জ্বালিয়েছিলেন, যা ওয়াংচুক প্রত্যাখ্যান করেছেন।

Advertisement

গ্রেপ্তারের আগে সরকারের তরফে তাঁর অলাভজনক সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’ (সেকমল)-এর বিদেশি অনুদানের লাইসেন্স বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সংস্থাটি বারবার বিদেশি অনুদান আইন লঙ্ঘন করেছে। গত ২০ আগস্ট শোকজ নোটিশ দেওয়া হলেও ১৯ সেপ্টেম্বর দেওয়া সংস্থার জবাব সন্তোষজনক ছিল না।

উল্লেখ্য, বর্তমানে সোনম ওয়াংচুক জোধপুর, রাজস্থানের একটি জেলে রয়েছেন। ওয়াংচুক অভিযোগ করেছেন, তাঁরা আক্রমণের শিকার। তিনি জানিয়েছেন, যে বিদেশি অর্থ তিনি পেয়েছেন তা শিক্ষা প্রদানের ব্যয় হিসেবে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘রাষ্ট্রসংঘের একটি দল আমাদের প্যাসিভ সোলার হিটেড বিল্ডিং আফগানিস্তানে নিয়ে যেতে চেয়েছিল, আর এর জন্য তারা আমাদের একটি ফি দিয়েছে। এছাড়া সুইজারল্যান্ড ও ইতালির বিভিন্ন সংস্থা আমাদের কৃত্রিম হিমনদ সম্পর্কিত শিক্ষা বিস্তারের জন্য খরচ করসহ দিয়েছে।’

 

Advertisement