• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সরকারের কাজে খুশি হয়ে ভোট দিয়েছে জনতা : মোদি

নরেন্দ্র মােদিকে সামনে রেখে দেশের কুর্সি দখলের লড়াইতে নেমেছিল বিজেপি। হাতেনাতে ফল মিলেছে। মােদি-শাহের রণকৌশল বিরােধী শিবিরকে ধারেকাছে ঘেঁসতে দেয়নি। বিজেপির একার ঝুলিতেই রয়েছে ৩০৩টি আসন।

নরেন্দ্র মােদি ও অমিত শাহ (Photo: Amlan Paliwal/IANS)

নরেন্দ্র মােদিকে সামনে রেখে দেশের কুর্সি দখলের লড়াইতে নেমেছিল বিজেপি। হাতেনাতে ফল মিলেছে। মােদি-শাহের রণকৌশল বিরােধী শিবিরকে ধারেকাছে ঘেঁসতে দেয়নি। বিজেপির একার ঝুলিতেই রয়েছে ৩০৩টি আসন। দ্বিতীয়বারের জন্য সেই মােদি ক্যারিশ্মায় ভরসা রাখলাে ন্যাশনাল ডেমােক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)।

শনিবার সেন্ট্রাল হলে এনডিএ শরিকদের উপস্থিতিতে নরেন্দ্র মােদিকে এনডিএ-এর সংসদীয় নেতা হিসাবে নির্বাচিত করা হয়। দেশের মানুষ সরকারের কাজে সন্তুষ্ট হয়েই দ্বিতীয়বার তাঁদের কাজ করার সুযােগ দিয়েছেন বলে সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত শরিকদের সামনে বার্তা দিলেন তিনি। মােদির বক্তব্যের মধ্যেই সেন্ট্রাল হল ফেটে পরে ‘মােদি মােদি’ স্লোগানে।

Advertisement

শনিবার সংসদে সেন্ট্রাল হলের এনডিএ জোটের শীর্ষ বৈঠকে উপস্থিত ছিলেন দলের দুই প্রবীণ নেতা মুরলীমনােহর জোশী এবং লালকৃষ্ণ আদবানি। শরিক দলের মধ্যে হাজির ছিলেন জনতা দল (ইউনাইটেড) নেতা নীতিশ কুমার, লােকজন শক্তি পার্টির প্রধান রামবিলাস পাসােয়ান, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সহ অন্যান্য নেতারা।

Advertisement

এনডিএ-এর সংসদীয় দলনেতা হিসাবে নরেন্দ্র মােদির নাম ঘােষণা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। শাহের প্রস্তাবে বিজেপি সহ সব শরিক দলই সমর্থন করে। নরেন্দ্র মােদিকে সংসদীয় দলের নেতা ঘােষণা করার পর পুষ্পস্তৰ্ক দিয়ে তাঁকে অভিনন্দন জানান শরিক দলের শীর্ষ নেতারা। প্রকাশ সিং বাদল থেকে উদ্ধব ঠাকরে, সুষমা স্বরাজ, নীতিন গড়কড়ি সহ অন্যান্যরা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে অভিনন্দন জানান বিজেপি সভাপতি অমিত শাহ। ভাষণ দেওয়ার সময় এনডিএ জোটের শরিক দলগুলিকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন শাহ।

আজ সংসদের সেন্ট্রাল হলে আকর্ষণের মধ্যমণি ছিলেন নরেন্দ্র মােদি। ভাষণ দেওয়ার সময় মােদি বলেন, ‘প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখেছে দেশের মানুষ, তারই প্রতিফলন পড়েছে নির্বাচনে। ফলাফলই বলে দিচ্ছে ইতিবাচক জনদেশ। ২০১৯-এর নির্বাচন সমস্ত বিভাজন দূরে সরিয়ে সকলের হৃদয় একাত্ম করেছে।’

দেশবাসীকে উদ্দেশ্য করে মােদি বলেন, ‘এই দেশ পরিশ্রমের, আত্মমর্যাদার পুজো করে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’

লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে মােদি জানান, ‘কোটি কোটি দেশবাসীর সংকল্প বড় কাজ করতে প্রেরণা জোগায়। দেশবাসীর সংকল্পের প্রমাণ মিলেছে ৰ্বিাচনের ফলাফলে। কোনও প্রতিষ্ঠানবিরােধিতা এবারের নির্বাচনে জায়গা করে নিতে পারেনি। প্রতিষ্ঠানের পক্ষে রায় দিয়েছেন মানুষ।’

নিজের কাজের ভুলভ্রান্তি নিয়ে বলার সময় মােদি বলেন, ‘যদি তাঁর কোনও ভুল হয়, সেই ভুলকে মেনে নিয়ে, শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে। সমমনােভাবাপন্ন মনােভাব এবং হৃদয় দিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। নির্বাচন যে বিভাজন তৈরি করে তাকে ভেঙে দিয়ে শিবজ্ঞানে জীবসেবা করাই আমাদের লক্ষ্য।’

দেশের জনগণের জন্য দম্ভ দিয়ে নয় মানবিকতা দিয়ে কাজ করতে হবে বলে জানান, মােদি। তিনি বলেন, ‘ক্ষমতার দম্ভ দেশের জনগণ সাময়িক সহ্য করলেও তা দীর্ঘস্থায়ী হতে দেয় না। ভারতের গণতন্ত্র পরিণত। এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।’

দেশবাসীর উদ্দেশ্যে তিনি জানান, ‘দিনের পর দিন মজবুত হচ্ছে ভারতের গণতন্ত্র। ভারতবাসী যে বিপুল জনাদেশ দিয়েছে তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বের দরবারে ভারতকে আরও শক্তিশালী প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্য, এনডিএ শরিক দলের সমস্ত নির্বাচিত সদস্য আমাকে সসেদীয় দলের নেতা নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ।’

Advertisement