জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ফের কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন। উন্নয়নের নামে পাহাড়, বনভূমি আর নদী– সবকিছুই ঠিকাদারদের হাতে তুলে দিয়ে প্রকৃতির অপূরণীয় ক্ষতি করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। পরিবেশ ধ্বংস ও ধর্মীয় স্থানের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সরব হয়ে মুফতির বার্তা, ‘এখনই যদি মানুষ জেগে না ওঠে, তবে প্রকৃতি ও বিশ্বাস– দু’য়েরই অপূরণীয় ক্ষতি হবে।’
মুফতি অভিযোগ করেন, ‘আমাদের সরকার বনভূমি, নদী আর জমি অবৈধভাবে ঠিকাদারদের হাতে তুলে দিয়েছে। খুব সামান্য মূল্যে সেই জমি বা সম্পদ ঠিকাদারদের দেওয়া হচ্ছে, আর কীভাবে ব্যবহার করা হবে, তা ঠিকাদাররাই ঠিক করছে। অমৃতসর-কাত্রা ছয় লেনের হাইওয়ে তৈরি হচ্ছে। কিন্তু যাঁরা এই কাজ করছেন, তাঁরা কি বোঝেন না, কেন আমাদের দেবদেবীরা পাহাড় আর জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন?’ তাঁর অভিযোগ, ‘ভূস্বর্গের ধর্মীয় স্থানগুলোকে আজ কেবল পিকনিক স্পটে পরিণত করা হচ্ছে।’
Advertisement
উত্তরাখণ্ডের চারধাম যাত্রার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চারধামের জন্য অযথা এত বেশি নির্মাণকাজ হয়েছে যে, তার মধ্যে দু’টি ধাম এখনও বন্ধ রয়েছে। উন্নয়নের নামে ঠিকাদাররা প্রকৃতিকে শোষণ করছে।’
Advertisement
কাত্রায় রোপওয়ে তৈরির পরিকল্পনা নিয়েও তিনি সরকারের বিরুদ্ধে প্রশ্নবাণ ছোড়েন। তাঁর কথায়, ‘এই পরিকল্পনা আরও ধ্বংস ডেকে আনবে। কারণ এই প্রকল্পের জন্য হাজার হাজার গাছ কাটা হবে। যদি আমরা মানুষজন এখনই প্রতিবাদ না করি, সরকার থামবে না।’
নদীগুলি নিয়েও অভিযোগ করেন মুফতি। তিনি বলেন, ‘আমাদের নদীগুলিকেও রেহাই দেওয়া হয়নি। খননকারীরা নদীগুলিকে নির্মমভাবে শোষণ করছে। এতকিছুর পরেও সুপ্রিম কোর্ট বা ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনালও এই ধ্বংস রুখতে পারেনি।’
Advertisement



