• facebook
  • twitter
Sunday, 18 May, 2025

পহেলগাম কাণ্ডের জেরে ভারতে বন্ধ পাক সরকারের এক্স অ্যাকাউন্ট

পহেলগাম কাণ্ডের জেরে ভারতে বন্ধ করা হল পাক সরকারের এক্স অ্যাকাউন্ট। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টটি বন্ধ করা হয়।

পহেলগাম কাণ্ডের জেরে ভারতে বন্ধ করা হল পাক সরকারের এক্স অ্যাকাউন্ট। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টটি বন্ধ করা হয়। বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা পদক্ষেপের ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর সরকার। রাত পোহাতেই এল ষষ্ঠ দফার প্রত্যাঘাত।

সাধারণত এক্স হ্যান্ডেলের মাধ্যমে কোনও দেশের সরকার বিভিন্ন সরকারি বিবৃতি, সরকারের বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান ঘোষণা করে। পাক সরকারের সরকারি এক্স হ্যান্ডেল এতদিন ভারতে দেখা যেত। তবে বৃহস্পতিবার থেকে সেটা আর দেখা যাচ্ছে না। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশেই পাক এক্স হ্যান্ডেল বন্ধ করেছে ওই সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আটারি-ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ করা হচ্ছে। কোনও পাকিস্তানি নাগরিককে আর দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এর পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা এবং সে দেশের ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক রয়েছেন। চার থেকে পাঁচজন জঙ্গি হামলা চালায়। অভিযোগ, পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে। নির্দিষ্ট একটি ধর্মের মানুষ ছাড়া কাউকে রেয়াত করা হয়নি। এই ঘটনার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। তিন বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক।