পহেলগাম কাণ্ডের পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হানার চেষ্টা চালিয়েছিল পাকিস্তানের ‘মদতপুষ্ট’ হ্যাকাররা। মহারাষ্ট্রের সাইবার সেলের একটি তদন্তমূলক প্রতিবেদনে উঠে এসেছে, বিভিন্ন ওয়েবসাইটে ১৫ লক্ষ বার সাইবার হানা চালানোর চেষ্টা হয়। তবে মাত্র ১৫০টি ক্ষেত্রে সফল হয়েছেন হ্যাকাররা।
রিপোর্টে উঠে এসেছে, কেবল পাকিস্তান থেকেই নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও সাইবার হানা চালানো হয়। ‘রোড অফ সিঁদুর’ নামে ওই রিপোর্ট হ্যাকারদের বিভিন্ন দাবি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির দাবি করেছিল হ্যাকাররা। এই রিপোর্টে উল্লেখ, ওই দাবি পুরোপুরি মিথ্যা।
ভারতের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে সাইবার হানার খবরও ভুয়ো বলে জানিয়েছে এই তদন্ত রিপোর্ট। যে ১৫০টি ওয়েবসাইটকে হ্যাকাররা সফল ভাবে নিশানা করতে পেরেছেন, সেগুলির মধ্যে রয়েছে একটি পুরসভার ওয়েবসাইট এবং একটি নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট। ওই দু’টি ওয়েবসাইটকে বিকৃত করেন হ্যাকাররা। সূত্রের খবর, এই রিপোর্ট কেন্দ্রীয় এজেন্সিগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। তার ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলি।