• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

ভারতে ফের বন্ধ পাকিস্তানের বেশ কিছু ইউটিউব চ্যানেল

ভারত থেকে অ্যাকাউন্টগুলি খুললে দেখা যাচ্ছে, তাতে শুধু লেখা রয়েছে, 'আইনি দাবির প্রেক্ষিতে এই অ্যাকাউন্টটি ভারতে বন্ধ রাখা হয়েছে।'

ভারতে নিষিদ্ধ ঘোষিত পাক চ্যানেল এবং অ্যাকাউন্টগুলির বেশ কয়েকটিকে ‘আনব্লক’ করা হয়েছিল বুধবার। ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের ওই সমস্ত চ্যানেল-অ্যাকাউন্টগুলি ব্লক করে দিল ভারত সরকার। ভারত থেকে অ্যাকাউন্টগুলি খুললে দেখা যাচ্ছে, তাতে শুধু লেখা রয়েছে, ‘আইনি দাবির প্রেক্ষিতে এই অ্যাকাউন্টটি ভারতে বন্ধ রাখা হয়েছে।’ সূত্রের খবর, চ্যানেল-অ্যাকাউন্টগুলি সক্রিয় রয়েছে, তবে সেগুলি ভারতে দেখা যাচ্ছে না। যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্বহাল হওয়ার বিষয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন বিদেশি। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’-সহ একাধিক পদক্ষেপ করে ভারত। বন্ধ করে দেওয়া হয় সিন্ধুর জল, পাক ভিসাও বাতিল করা হয়। ভারতের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা ছড়াতে শুরু করে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল।

এরপর পাকিস্তানি সংবাদমাধ্যম, শিল্পী, অভিনেতা, তারকা খেলোয়াড় এবং নেতাদের সমাজমাধ্যমও বন্ধ করে দেওয়া হয়। ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রফতার, জিয়ো নিউজ, সুনো নিউজ, দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্স-এর মতো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়। ওয়াসে হাবিব, আরজু কাজমি, সৈয়দ মুজাম্মিল শাহ সহ বেশ কয়েকজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলিও ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করা হয়েছিল সেই সময়।

বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতামতের ভিত্তিতে ভারতে নিষিদ্ধ ঘোষিত পাক চ্যানেল এবং অ্যাকাউন্টগুলির বেশ কয়েকটিকে ‘আনব্লক’ করা হয়েছিল। তখন অনেকে মনে করেছিলেন, ধীরে ধীরে বাকি চ্যানেল ও অ্যাকাউন্টগুলি সক্রিয় হবে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে ফের পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, অভিনেত্রী মাওরাহ হোসেন, ইয়ুমনা জায়েদি, হানিয়া আমির এবং ফওয়াদ খানের মতো পাক তারকাদের ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট ভারতে ‘ব্লক’ করে দেওয়া হয়েছে।