• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলাদেশের সঙ্গে পাক জামাতের যোগ আরও স্পষ্ট

গত বছর ৫ আগস্ট গণভ্যুত্থানের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল। পরে বাংলাদেশে গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

প্রতিনিধিত্বমূলক চিত্র

উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফরে গিয়েছেন। ঢাকার মাটিতে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, আগামীদিনে পাকিস্তান ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও জোরদার হবে। বাংলাদেশ সফরে ঢাকা, সিলেট-সহ একাধিক শহরে নানা যোগ দেওয়ার কথা ফজলুর রহমানের। রবিবার ঢাকার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুই দেশের সম্পর্ক মজবুতের কথা বলেন তিনি।

ফজলুর বলেন, ‘বাংলাদেশের জনগণের চেতনা বরাবরই শক্তিশালী এবং গতিশীল। এখানকার ধর্মীয় আন্দোলন হিংসার দ্বারা নয়, আদর্শের ধারাবাহিকতার দ্বারা চালিত হয়েছে।’ তাঁর মতে, পাকিস্তান থেকে প্রতিনিধিদল শুধু অনুষ্ঠানে যোগ দিতে আসেনি। বরং বাংলাদেশের মানুষের প্রতি পাকিস্তানিদের বার্তা পৌঁছে দিতে এসেছেন তাঁরা। তাঁর কথায়, ‘আমরা পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমরা একই সম্প্রদায়ের অংশ। বাংলাদেশ যদি এক পা এগিয়ে আসে, পাকিস্তান দু’পা এগোবে। দুই দেশের ঘনিষ্ঠতা আরও বাড়বে।’ পাকিস্তানের জামাত প্রধান জানিয়েছিলেন, তাঁর এই সফর ঢাকা এবং ইসলামাবাদকে আরও কাছাকাছি আনবে।

Advertisement

প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট গণভ্যুত্থানের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল। পরে বাংলাদেশে গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও, ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আসার পর সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ভারত সরকারও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই আবহে জামাত প্রধানের বার্তা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

Advertisement

Advertisement