স্বাস্থ্য ভবনের পর্যবেক্ষণে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অপচয় ও অনিয়ম ধরা পড়ল।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী অক্সিজেনের সঠিক ব্যবহার হচ্ছে কিনা, দেখতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। তাদের সেই পর্যবেক্ষণে একাধিক হাসপাতালে অক্সিজেনের অপচয় কীভাবে হচ্ছে, তা উঠে এসেছে।
Advertisement
এরপরই স্বাস্থ্য দফতর ৬ টি বিষয় নির্দিষ্ট করে নির্দেশিকা পাঠাল রাজ্যের সব কোভিড হাসপাতালগুলিতে। অক্সিজেনের জোগানের ক্ষেত্রে গাফিলতি অন্যদিকে অক্সিজেনের অপচয়ের বিষয়টিও বিশেষভাবে নজর দিয়েছে এই প্রতিনিধি দল।
Advertisement
একজন রােগীকে অক্সিজেন দেওয়ার জন্য যেসব প্রয়ােজনীয় রাখার কথা, তা সঠিকভাবে মানা হচ্ছে না। রােগীকে কত পরিমাণ দিতে হয়, তা নিয়েও বিভ্রান্তি রয়েছে। রােগীর অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক থাকলেও বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, রােগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে, যা প্রয়ােজন ছিল না।
আবার কিছু কিছু ক্ষেত্রে রােগীর অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা দরকার থাকলেও, তা সঠিকভাবে করা হয়নি। এইসব ফাঁকফোকর আগামী দিনে মেরামত করতে স্বাস্থ্য ভবন ৬ টি বিষয়ে নির্দেশিকা জারি করেছে।
Advertisement



