• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২ হাজারের বেশি বাংলাদেশী অবৈধ বসবাসকারী, ঢাকাকে জানাল দিল্লি

ভারতে অবৈধভাবে বাস করছেন ২ হাজারের বেশি বাংলাদেশি। তথ্য প্রমাণ দিয়ে ঢাকাকে জানাল দিল্লি। অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করার জন্য বলা হয়েছে

প্রতীকী চিত্র

ভারতে অবৈধভাবে বাস করছেন ২ হাজারের বেশি বাংলাদেশি। তথ্য প্রমাণ দিয়ে ঢাকাকে জানাল দিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২,৩০০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে ভারতে বাস করছে। অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করার জন্য বলা হয়েছে বাংলাদেশকে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২৩৬৯ জন বাংলাদেশির তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। অবৈধ বসবাসকারীদের দেশ থেকে বহিষ্কার করা যায় সেই জন্য তাদের নাগরিকত্ব যাচাই করার কথা ঢাকাকে জানানো হয়েছে।

Advertisement

সূত্রের খবর, যাঁদের সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে, তাঁদের অনেকের বিরুদ্ধেই মামলা রয়েছে, অনেকে জেলেও ছিলেন। তাঁদের সাজার মেয়াদ শেষ গিয়েছে। আবার এমন কিছু মামলা আছে, যেগুলির নিষ্পত্তি ২০২০ সাল থেকে হয়নি। সব মিলিয়ে অবৈধ বসবাসকারীদের দেশ থেকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, গত কয়েকদিন মুম্বই, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাটের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিদের চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, বুধবার রাত থেকে সীমান্তের ৮টি জেলা দিয়ে অন্তত ১০৯ জন বাংলাদেশিকে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে।

Advertisement