• facebook
  • twitter
Monday, 11 August, 2025

ইরান থেকে ভারতে ফিরলেন ৫১৭ জন ভারতীয়

ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাতের জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। পারমাণবিক অস্ত্র তৈরিকে কেন্দ্র করে এই সংঘাত ক্রমশই জটিল আকার ধারণ করছে।

ইরান-ইজরায়েল সংঘাতের আবহেই ইরান থেকে ফিরিয়ে আনা হল মোট ৫১৭ জন ভারতীয়কে। শনিবার ভোররাতে ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছয় একটি বিশেষ বিমান। শনিবার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে একথা জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি পোস্টে লেখেন, ‘অপারেশন সিন্ধুর আওতায় আসবাগাত এবং তুর্কমেনিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হল। ২১ জুন ভোররাত ৩টের সময় বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে পৌঁছন তাঁরা। এই নিয়ে এখনও পর্যন্ত ৫১৭ জন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা হল।’ বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁদের স্বাগত জানান।

ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাতের জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। পারমাণবিক অস্ত্র তৈরিকে কেন্দ্র করে এই সংঘাত ক্রমশই জটিল আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু শুরু করে দিল্লি। ভারত সরকারের সঙ্গে সহমত হয়ে শুক্রবার শুধুমাত্র ভারতীয়দের জন্য আকাশসীমা উন্মুক্ত করে দেয় তেহরান। শুক্রবার রাতেই দেশে ফেরেন ২৯০ জন ভারতীয়। এঁদের মধ্যে ১৯০ জনই ছিলেন পড়ুয়া। পড়ুয়াদের বেশিরভাগই ছিলেন জম্মু-কাশ্মীরের বাসিন্দা। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পড়ুয়াদের গতিবিধির উপর নজরে রেখেছিল তেহরানে ভারতীয় দূতাবাস। ভারতীয়দের দেশে ফেরানোর ক্ষেত্রে ইরান সরকারের সহযোগিতার জন্য এক্স হ্যান্ডলে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র।

ইরান থেকে ফিরে আসা এক ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইরানের উপর হামলার পর থেকেই গৃহবন্দি ছিলেন তাঁরা। এরপরে তাঁরা মাশাদে চলে যান। কিন্তু সেখানেও হামলা চালায় ইজরায়েলি সেনা। এরপর পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে ওঠায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। উল্লেখ্য, বাকিদের দেশে ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু এখনও চলবে।

অপারেশন সিন্ধুর আওতায় সংঘাতপূর্ণ ইরান থেকে সরিয়ে নেওয়া ১১০ জন ভারতীয়র প্রথম দল বৃহস্পতিবার ভারতে পৌঁছয়। নিরাপদ জায়গায় স্থানান্তরিত হওয়ার আগে ইরানে তাঁরা যে ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছিলেন তার অভিজ্ঞতাও ভাগ করে নেন তাঁরা।