জয়সলমের, কুর্নুলের পর এবার কেরলের কোট্টায়াম জেলায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীভর্তি বাস। রবিবার মধ্যরাতে কেরলের কোট্টায়াম জেলার কুরুভিলাঙ্গডের এমসি রোডে পর্যটকভর্তি ওই বাসটি উল্টে যায়। এই দুর্ঘটনায় সিন্ধ্যা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কান্নুরের ইরিত্তির বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, তিরুবনন্তপুরম থেকে ইরিত্তির দিকে যাচ্ছিল বাসটি। রবিবার রাত ২টো নাগাদ চিনকাল্লায় গির্জার কাছে একটি বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়। সেই সময় বাসে মোট ৪৯ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে কোট্টায়াম মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিকটবর্তী বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।